নয়াদিল্লি: বিমানের (flight) ভিতরে ধূমপান (smoking)! এও কি সম্ভব? অভিযোগ উঠতেই তড়িঘড়ি তদন্তের (investigation) নির্দেশ (order) দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী (civil aviation minister) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (jyotiraditya scindia)। যাঁকে ঘিরে বিতর্ক তিনি এক জন বডিবিল্ডার। সোশ্য়াল মিডিয়ায় বেশ নামডাক রয়েছে তাঁর। নাম ববি কাটারিয়া। 


কী হয়েছিল?
সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি,স্পাইসজেটের দুবাই থেকে দিল্লিগামী একটি উড়ানে ঘটনাটি ঘটে। ঘটনার তারিখ সম্ভবত গত ২০ জানুয়ারি। গোটা পর্বের ভিডিও ট্যুইট করেছেন নীতীশ ভরদ্বাজ নামে এক ব্যক্তি। বোর্ডিং তখনও শেষ হয়নি। বিমানকর্মীরা সেই পর্বেই ব্যস্ত। সেই সময়ে বিমানের পিছনের একটি রোয়ে শুয়ে সিগারেট ধরাতে দেখা যাচ্ছে ববি কাটারিয়াকে। কিন্তু এত দিন বাদে বিষয়টি নজরে এল কেন? স্পাইসজেটের বক্তব্য, ওই ঘটনার পরই তারা কাটারিয়াকে ১৫ দিনের 'নো ফ্লাইং' তালিকায় ফেলেছিলেন। কিন্তু ডিজিসিএ-র নজরে এসেছিল কি? ভিডিও ট্যুইট হতেই অনেকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করতে থাকেন। তার পরই মন্ত্রীর জবাব, 'তদন্ত করে দেখছি। এই ধরনের বিপজ্জনক আচরণ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।'


কী হল এদিন? 
সূত্রের খবর, মাসসাতেক পুরনো ওই ঘটনা নিয়ে এর মধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। উপযুক্ত পদক্ষেপও করা হয়েছে বলে খবর। কিন্তু এত কিছু সত্ত্বেও যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের কৃতকর্মের পক্ষে যুক্তি খাড়া করছেন। তাঁর তোপ মিডিয়ার দিকে। ইনস্টাগ্রামে লিখেছেন, 'শুধু টিআরপি চাই। যে কোনও প্রসঙ্গ উস্কে দিয়ে রাজনীতিবিদদের ব্যস্ত রাখো।' 


আপত্তি কোথায়? 
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, বিমানের মধ্যে লাইটার নিয়ে যাওয়া বা ধূমপান করা নিষিদ্ধ। যাত্রীদের অনেকের অসুবিধা হতে পারে। তা ছাড়া, বিশেষ বায়ুর চাপ থাকা বিমানের কেবিনে যে কোনও মুহূর্তে অগ্নিকাণ্ডের আশঙ্কাও থেকে যায়। তার পরও এমন আচরণের অভিযোগ! স্পাইসজেটের তরফে অবশ্য দাবি করা হয়েছে, জানুয়ারি মাসেই ঘটনাটির তদন্ত হয়েছিল। গুরুগ্রাম পুলিশের কাছে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়। সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্টের নিয়ম মেনে বিষয়টি একটি অভ্যন্তরীণ কমিটির কাছেও পাঠানো হয়েছিল। তখনই ওই যাত্রীকে ১৫ দিনের 'নো ফ্লাইং' তালিকায় ফেলে দেওয়া হয়। প্রসঙ্গত, ববি কাটারিয়ার বিরুদ্ধে রাস্তার মাঝখানে মদ্য়পানের অভিযোগও রয়েছে। উত্তরাখণ্ডে একটি পুলিশ কেসও দায়ের করা হয়েছে এই মর্মে।
এবার বিমানের অন্দরে ধূমপানের অভিযোগ। 


আরও পড়ুন:ধেয়ে আসছে ঘোলাটে জলরাশি, কী ঘটল হিমাচলে?