অরিন্দম সেন, আলিপুরদুয়ার : ঘুমপাড়ানি গুলিতেই কাবু করা হল লোকালয়ে বেরিয়ে আসা বাইসনকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে চিলাপাতার জঙ্গলে। ঘটনায় আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর নেই। জানা যায়, জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) অন্তর্গত চিলাপাতা জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে একটি বাইসন (Bison)। সকাল ১১ টা থেকেই সে দাপিয়ে বেড়ায় ওই এলাকায়।


 জানা গিয়েছে, মূলত আলিপুরদুয়ার-১ নং ব্লকের মথুরা বাজার, চকোয়াখেতি ইত্যাদি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত করে বলে অভিযোগ। যদিও খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় বনদপ্তরের চিলাপাতা রেঞ্জ বনকর্মীরা। প্রাথমিকভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হয় বনদপ্তর। তারপর, ঘণ্টা দুয়েক চেষ্টার পর মথুরা হাটখোলা সংলগ্ন এলাকায় ঘুমপাড়ানি গুলিতেই কাবু করা হয় বাইসনটিকে। সেখান থেকে উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তরসূত্রে খবর।


গতবছর জুলাই মাসে সাতসকালে লোকালয়ে বাইসনের তাণ্ডবের ঘটনা ঘটে জলপাইগুড়ির মাল ব্লকের মীনগ্লাস চা বাগানে। যা ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছিল সেবার জলপাইগুড়ির মালবাজারে। দুটি দলছুট বাইসন তাণ্ডব চালিয়েছে বলে খবর স্থানীয় সূত্রের। মাল নদী এবং গুড়জংঝোড়া চা বাগানে প্রথমে জোড়া বাইসন দেখা যায়। পরে সেদুটি ঢুকে পড়ে  মীনগ্লাস চা বাগানে। সেখানে শ্রমিক আবাসনের দিকে চলে যায় তারা। বাইসনের আক্রমণে এক মহিলা-হ দু জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বনদফতরের  কর্মীরা চা বাগানের শ্রমিক আবাসনে গিয়ে বাইসন দুটিকে কাবু করার চেষ্টা শুরু করেন। দীর্ঘক্ষণের চেষ্টায় বেলা তিনটে নাগাদ একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করতে পারেন বনকর্মীরা। আর একটি বাইসন পালিয়ে যায় জঙ্গলে।  যে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছে সেটিকে লাটাগুড়িতে নিয়ে যাওয়া হয়।  


আরও পড়ুন, 'খাটের নিচ থেকে শৌচালয়ে টাকা', কাকে 'টাকার পাহারদার' বললেন শুভেন্দু ?


বাইসন সাধারণ শান্ত প্রকৃতির প্রাণী। তবে কখনও আতঙ্কে বা অন্য কোনও কারণে দাপাদাপি শুরু করে এই প্রাণীটি। সেই সময়ে বাইসনের সামনে কেউ এসে পড়লে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। বাইসনের স্বাস্থ্যের ক্ষেত্রেও উত্তেজনা ভাল নয়। অনেকসময় প্রবল উত্তেজিত হয়ে গেলে বা প্রবল দৌড়াদৌড়ি করলে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যায় বাইসন। তরাই-ডুয়ার্স এলাকায় মাঝেমধ্যেই চা বাগান সংলগ্ন এলাকায় বাইসন ঢুকে পড়তে দেখা যায়। জঙ্গল সংলগ্ন গ্রাম-বসতিতেও ঢুকে পড়ে বাইসন। এর আগে অনেকসময় মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেকসময় সহজেই ধরা পড়েছে বাইসন। ডুয়ার্স এলাকায় বারবার প্রাণী-মানুষ সংঘর্ষের ঘটনা দেখা যায়। প্রায়শই চিতাবাঘের হামলা হয় বাগানে, দেখা যায় হাতির দাপটও।