নদিয়া:  রাজ্যে এর আগে একাধিক দুর্নীতির (Bengal Multiple Scam) ইস্যুতে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোথাও নগদ টাকা, কোথাও বা ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ডিজিট্যালি লুকিয়ে রাখা হয়েছে বিপুল অঙ্কের টাকা । ভুরিভুরি দুর্নীতিকাণ্ডে বারবার টাকা গোনার মেশিন আনার দৃশ্যও দেখেছে গোটা বাংলা। বলতে গেলে গোপন করতে গিয়ে খাটের তলা থেকে ফ্ল্যাটের কোণ, কোনও জায়গাই বাদ যায়নি। তবুও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবর পৌঁছতেই, বিপুল অঙ্কের টাকার পর্দা ফাঁস হয়েছে। আর এমন পরিস্থিতির মাঝেই এদিন তৃণমূলের যুবরাজকে তোপ দাগলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  


মূলত, এদিন অভিষেক কেশপুর সভা করতে গিয়ে বলেন, 'পঞ্চায়েতে তৃণমূলের মুখ কারা? সৎ ব্যক্তিই তৃণমূলের মুখ। কাউকে ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। যিনি মানুষের জন্য কাজ করবেন, তিনিই হবেন মুখ। আমি আপনাদের পাহারাদার, যা বলি, তাই করি।' যদিও বিষয়টা ছিল প্রার্থী করা নিয়ে হলেও, তবে এই 'পাহারাদার' ইস্যু টেনেই, নাম না করেই এদিন  শুভেন্দু অধিকারী বলেন, 'খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা। সিলিং ফ্যানে টাকা, বাথরুমে টাকা, আলমারিতে টাকা, শৌচালয়ে টাকা, টাকার পাহারাদার।' প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার থেকে গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ির খাটের তলায় টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। তবে সঙ্গে এই প্রশ্নটাও উঠেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খবরটা বারবার দিচ্ছে কে ? নিয়োগ দুর্নীতিতে, পার্থ ইস্যুতে অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় গতবছর সৌমিত্র খাঁ বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যে কেন্দ্রীয় সংস্থাকে খবর দিয়েছেন কুণাল ঘোষ।  


আরও পড়ুন,'মুখ্যমন্ত্রী মাথা নোয়াবেন না', কেন্দ্রীয় দলের ইস্যুতে মন্তব্য তৃণমূল বিধায়কের


প্রসঙ্গত, গতবছর নিয়োগ দুর্নীতির মামলায় শহরে একযোগে ৮ জায়গায় সরাসরি নেতা মন্ত্রীদের বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। আর সেই তালিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এর পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। শুধু একটি ফ্ল্যাট নয়, পরপর দুর্টি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নগদ টাকার পরিমাণ এতটাই ছিল যে, টাকা গুণতে শেষমেষ মেশিন নিয়ে আসতে হয়। তারপর রাতভর চলে সেই হিসেব। ক্রমশ সেই অঙ্ক এক অঙ্ক ছেড়ে কোটিতে দুই অঙ্কের ঘরে পা বাড়ায়। তবে শুধু পার্থ-অর্পিতা ইস্যুই নয়, রাজ্যে ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে বেআইনি অর্থ উদ্ধার হয়েছে। আর এই সকল ইস্যুতেই এবার পঞ্চায়েত বোটের আগে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী।