অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অস্বাভাবিক মৃত্যু হল একটি হাতির (Elephnat Death)। ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হাতির মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন গ্রাম থেকে তাকে দেখতে ভিড় জমে যায়। 


হাতির মৃত্যুর ঘিরে ধোঁয়াশা: জানা যায়, রবিবার সকালে স্থানীয়রা একটি সুপারি বাগানের কাছে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বন দফতরকে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা ছুটে আসেন। তবে হাতি মৃত্যু ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তদন্তে মাদারিহাট বন দফতর। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।


অপর দিকে খবর চাউর হতেই বিভিন্ন গ্রাম থেকে হাতিটিকে দেখার জন্য অগণিত মানুষ ছুটে যান। বন দফতর সূত্রে জানা যায়,  একটি সুপারি বাগানে ঢোকার সময় মুখ থুবড়ে পড়ে হাতিটি। সুপারি বাগানের চারিদিকে লোহার বিদ্যুৎবাহী  তার বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। হাতিটির দেহেও প্যাঁচানো ছিল লোহার তার। খবর পেয়ে ঘটনাস্থলে যান মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা। বিদ্যুতের তারের সংস্পর্শে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বন দফতর। মৃত্যুর সঠিক কারণ জানতে হাতিটির দেহের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


গত ৫ মে মাদারিহাট এলাকাতে  হাতির হানা মৃত্যু হয় এক যুবকের। ঘটনার আগের রাতে তিনটি হাতি তাণ্ডব চালায় মধ্য মাদারিহাটে। বাড়ি থেকে বেশ কিছু দূরে হাতির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই যুবক। তাঁর পাশেই হাতি রয়েছে বুঝতে পারেননি আকাশ। মুহূর্তের মধ্যেই আকাশকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। সেখানেই আছাড় মেরে ফেলে দেয় হাতি। রাতভর খুঁজেও তাঁর হদিশ মেলেনি। এরপর ৫ মে সকালে উদ্ধার হয় দেহ।  


অন্যদিকে, সুন্দরবনের নেতিধোপানি ক্যাম্পের কাছে কেওড়াসুতির জঙ্গলে চোরাশিকারিদের হাতে খুন হলেন বন দফতরের কর্মী। বন দফতরের দাবি, গতকাল সন্ধেয় সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের কর্মীরা বোটে চড়ে টহল দিচ্ছিলেন। সেইসময় বাংলাদেশের দিক থেকে একটি বোটে চড়ে চোরাশিকারিরা কেওড়াসুতির জঙ্গলে ঢোকে। বাধা দিলে, তাদের সঙ্গে সংঘর্ষ বাধে বন দফতরের কর্মীদের। বন দফতরের কর্মী অমলেন্দু হালদার নিখোঁজ হয়ে যান।আজ ভোর ৫টা নাগাদ কেওড়াসুতির জঙ্গল থেকে ওই বন দফতরের কর্মীর দেহ উদ্ধার হয়। তাঁর মাথার পিছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বন দফতরের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Corona Update: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি, বাংলায় আক্রান্ত ৩০