অরিন্দম সেন, আলিপুরদুয়ার : বিজেপি সাংসদদের বাড়ি ঘেরাওয়ের পাল্টা তৃণমূলের পার্টি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। গত সপ্তাহে জলপাইগুড়িতে চা শ্রমিকদের পিএফ মেটানোর দাবিতে বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়ালেন জন বার্লা।
অভিষেকের নিশানায় বিজেপি
চলতি মাসেই মালবাজারে তৃণমূলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে চা শ্রমিকদের পিএফ ও গ্রাচুইটি মেটানোর দাবিতে বিজেপি সরকারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নভেম্বর-ডিসেম্বর ২ মাস সময় দিচ্ছি, আপনারা নিজেরা আন্দোলন করে পিএফ অফিস ঘেরাও করবেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বিজেপির বিধায়ক-সাংসদদের বাড়ি ঘেরাও করবেন।'
পাল্টা আক্রমণ জন বার্লার
এবার চা শ্রমিকদের পিএফ বঞ্চনা নিয়ে পাল্টা তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (Jan Barla) বলেছেন, 'আপনি কী ঘেরাও করবেন, আমি ঘেরাও করব থানা, আপনার থানা তো পার্টি অফিস'।
কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রীর সংযোজন, '২০১৪/১৫ থেকে ২০২১ পর্যন্ত শ্রমিকদের টাকা জমা না পড়ায় বিভিন্ন থানায় পিএফ ডিপার্টমেন্ট প্রায় ৭৮ টি এফআইআর করেছে চা বাগান মালিকদের বিরুদ্ধে। কিন্তু রাজ্য পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি। অথচ কোটি কোটি টাকা শ্রমিকদের কাছ থেকে কেটেছে বাগান কর্তৃপক্ষ। রাজ্য সরকার শ্রমিকদের সাথে নেই। মালিকের পক্ষ নিচ্ছে।' যার পাল্টা আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেছেন, '(বঞ্চনা হলে বলতে হবে। অভিষেক সেটাই বলেছেন। দুর্নীতি হলেও ইডি, সিবিআই লাগিয়ে দিক।'
চা শ্রমিকদের সমস্যা
চা শ্রমিকদের সমস্যা উত্তরবঙ্গে সবসময়ই বড় ইস্যু। তাই ভোট এলেই প্রতিটি দলই এই বিষয়টিকে তুলে ধরে কে কত, শ্রমিক দরদি তা প্রমাণের চেষ্টা করে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল। ২১-এর বিধানসভা নির্বাচনে, তৃণমূল জমি কিছুটা পুনরুদ্ধারে সক্ষম হলেও, এগিয়ে ছিল সেই বিজেপিই। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তাই আগেভাগেই উত্তরবঙ্গে ভোটের জন্য জমি তৈরি করতে লড়াইয়ে নেমে পড়েছে তৃণমূল-বিজেপি।
আরও পড়ুন- আজ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়, একঝলকে ফিরে দেখা