সৌভিক মজুমদার, কলকাতা : আজ বহু প্রতীক্ষিত রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার (DA Case) রায়। আজ সকাল ১০.৩০টায় রায় দেবে কলকাতা হাইকোর্টের (Calcutta HighCourt) ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ তাঁদের চূড়ান্ত রায় জানাবে। চলতি বছরের ২০ মে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। যার পরই ডিভিশন বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। DA’র দাবি নিয়ে, রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই চলছে বহুদিন ধরে।
২০১৬ সালে মামলা দায়ের
বকেয়া ডিএ-র দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে মামলা হয়েছিল। যেখানে রাজ্য সরকারি কর্মচারিদের পক্ষে রায় দেয় ‘এসএটি’। যদিও এসএটি-র রায়ের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার (West Bengal Government)। যেখানে পর্যাপ্ত অর্থের অভাবে উচ্চ হারে ডিএ দেওয়া যাচ্ছে না বলে যুক্তি দেয় রাজ্য।
তিন মাসের মধ্যে ডিএ মেটাতে নির্দেশ
পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন DA পান তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ। রাজ্যের কর্মীরা পান মূল বেতনের ৩ শতাংশ। সেই হিসেবে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের মধ্যে DA-র ফারাক ৩১ শতাংশ।
ঝলকে
- ২০১৮ সালের ৩১ অগাস্ট কলকাতা হাইকোর্ট রায় দেয়, DA সরকারি কর্মীদের অধিকার।
- ২০১৯’এর ২৬ জুলাই SAT নির্দেশ দেয়, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে।
- রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের SAT’এর দ্বারস্থ হয়।
- রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে SAT।
- তারপর রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানায়।
- এবছরের ২০ মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে বকেয়া DA মেটাতে হবে।
- সময়সীমা শেষের আগে, ১২ অগাস্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে, হাইকোর্টে যায় রাজ্য।