সৌমিত্র রায় ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা (Voluntary Organization) ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্টের প্রদর্শনীতে সামিল হল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officer's Confederation )। উদ্যোক্তাদের হাতে ৪টি সেলাই মেশিন তুলে দেন AIBOC-র সাধারণ সম্পাদক সৌম্য দত্ত-সহ অন্যান্যরা।
সাধু উদ্যোগ, পাশে দাঁঢ়াল AIBOC
কারও তীব্র অনটন, কেউ আবার নানাভাবে হিংসার শিকার। সমাজের এই পিছিয়ে পড়া মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর লড়ছে স্বেচ্ছাসেবী সংস্থা ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্ট। তার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মতিলাল নেহেরু রোডের লোকনাথ ভবনে আয়োজন করা হয় এক প্রদর্শনীর।
নাম ‘শিল্প নৈপুন্যের গল্প’। শনিবার সেখানে যান ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন বা AIBOC-র সাধারণ সম্পাদক সৌম্য দত্ত-সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের হাতে ৪টি সেলাই মেশিন (Sewing Machine) তুলে দেন তাঁরা।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সৌম্য দত্ত বলেন, 'আমরা অত্যন্ত গর্বিত যে এমন একটি সংস্থা যারা পঞ্চাশ বছর ধরে প্রান্তিক মানুষদের আরও ভাল করে বেঁচে থাকার জন্য, মহিলাদের স্বনির্ভর করার জন্য, নিরলস প্রয়াস করে চলেছে।'
ক্যালকাটা সোশ্যাল প্রোজেক্টের সদস্য বর্ষা মুখোপাধ্যায়ের কথায়, 'এরকম অনেক মেয়েই আমাদের কাছে আসে যারা জানেই না তার মধ্যে কী নৈপুণ্য আছে। আমরা অনেককে জোর করে করে সেলাই করাই। অনেকে এমন মহিলা আসেন যারা সেলাই জানেনই না কিছু। কিন্তু তাঁদের শিখিয়েই যখন তাঁদের হাতে একটা ছোট ব্যাগও তৈরি হয় আমাদের খুবই আনন্দ হয় এবং তার মধ্যেও একটা আত্মবিশ্বাস জেগে ওঠে।' রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
মাস খানেক আগে ব্যাঙ্ক জাতীয়করণ দিবসেই বেসরকারিকরণের বিরুদ্ধে পথে নামে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। কোনও অবস্থাতেই ব্যাঙ্কের বেসরকারিকরণ করতে দেওয়া হবে না। হুঁশিয়ারি দেওয়া হয় AIBOC-র পক্ষ থেকে।