ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, শান্তিনিকেতন : শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে (Sonajhuri Hat) বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা। রূপপুরের তৃণমূলের (TMC) প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা কয়েকজনকে জোর করে হাটে বসানোর চেষ্টা করেন। অভিযোগ তুলেছেন হাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এক ব্যবসায়ী। বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির ছেলে। 


শান্তিনিকেতনেই অশান্তি


সাতসকালে শান্তিনিকেতনেই অশান্তি। নেপথ্য কি রাজনৈতিক দ্বন্দ্ব? জোরাল হচ্ছে প্রশ্ন। হাটে দোকান বসানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। যার জেরে দুই ব্যবসায়ী গোষ্ঠীর বচসায় উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতনের (Shantiniketan) সোনাঝুরি হাট। হাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এক ব্যবসায়ীর দাবি, হাটে বসতে গেলে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু বাইরে থেকে এসে জোর করে হাটে বসে পড়ছে অনেকে। আর এতে মদত দিচ্ছেন রূপপুরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। এর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। 


অভিযোগ-পাল্টা অভিযোগ


সোনাঝুরি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ী ইনসান মল্লিক বলেছেন, 'নিয়ম না মেনে রূপপুরের তৃণমূলের (TMC) প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা কয়েকজনকে জোর করে হাটে বসানোর চেষ্টা করেন।' পাল্টা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির ছেলে কাজি রাহুল আমিন বলেছেন, 'আমরা নিয়ম মেনে আবেদন করেছিলাম হাট পরিচালন সমিতির কাছে। যাদের বসানো হচ্ছিল তাঁরা আদিবাসী। এই হাট তাদের জন্য।'


বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বোলপুর পুরসভা। তৃণমূল নেত্রী ও বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেছেন, 'আমরা বিষয়টি দেখছি। ঝামেলা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।' এর আগেও একাধিকবার দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সোনাঝুরির হাট। 


অনুব্রত-র গ্রেফতারির পর বন্ধ হয়েছিল হাট


প্রতি শনিবার করে বসে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এই হাট আজকাল প্রায় সারা সপ্তাহই থাকে।  রবিবারও চলে হাট। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর, তার প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ রাখার ঘোষণা করেছিল হাট কমিটি। আগাম নোটিস না দিয়ে হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটকই বিরক্ত ! শুধু বীরভূম নয়, পর্যটকরা দূর--দূরান্ত থেকে আসে। কিন্তু সপ্তাহান্তের হাট বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই পর্যটকদের মন খারাপ।  অনুব্রত মণ্ডলের গ্রেফতার-পর্বে মাঝেমধ্যেই সোনাঝুরি হাট বন্ধ রেখে প্রতিবাদ চলবে বলে জানিয়েছিল হাট কমিটি। 


আরও পড়ুন- ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫