আবির দত্ত, কলকাতা: আর্থিক তছরুপের অভিযোগে ধৃত এক ব্যক্তিকে বালিগঞ্জ থানায় জেরার সময় বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়ে সেই ধৃত, এমনই অভিযোগ তুলল তার পরিবার। ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গোটা ঘটনায় ধৃতের পরিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইমকে ইমেল করে পুলিশের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। যদিও পুলিশ সূত্রে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।  


ধৃত সুব্রত বিট একটি চা প্রস্তুতকারী সংস্থার ম্যানেজার। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ দায়ের করা হয় বালিগঞ্জ থানায়। গত শুক্রবার অভিযুক্ত সুব্রত বিটকে গ্রেফতার করা হয়। এরপর আদালত তাঁকে পুলিশ হেফাজতে পাঠায়। এরপরই পুলিশ হেফাজতে অসুস্থ পড়েন ধৃত ওই ব্যক্তি। তাঁর পরিবারের তরফে অভিযোগ করা হয়, শনিবার রাতে বালিগঞ্জ থানায় জেরার সময় অসুস্থ হয়ে পড়েন সুব্রত বিট। তাঁকে রাতেই এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধৃতের পরিবারের অভিযোগ, জেরার সময় মারধরের জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ধৃতের স্ত্রীয়ের অভিযোগ, তাঁদের পুলিশ থানায় ঢুকতে দেয়নি। তাঁর অপর এক আত্মীয়ের দাবি, পুলিশের জন্যই তাঁর এমন অবস্থা হয়েছে। 


আরও পড়ুন: সাত দিন ধরে পানীয় জলের সঙ্কট, জেরবার শিলিগুড়িবাসী


আরও পড়ুন: বাড়ছে পর্যটকদের আনাগোনা, করোনার ভয় কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কালিম্পং


যদিও জেরার সময় মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তিকে থানায় আনার পর লকআপে নিয়ে যাওয়া হয়। কিন্তু, লকআপেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকের বাঁদিকে ব্যথা শুরু হয়। উপস্থিত পুলিশ কর্মীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার জেরে সোমবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে ইমেল করে, বালিগঞ্জ থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ধৃতকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছে তাঁর পরিবার।