অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, কলকাতা: ডেঙ্গি (Dengue) সংক্রমণের তথ্য গোপন করছে রাজ্য সরকার (West Bengal Government)। এই অভিযোগ তুলে সোমবার বিধাননগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুরসভা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফুলবাগানেও চলল বিক্ষোভ। তুঙ্গে রাজনৈতিক তরজা।


তথ্য গোপনের অভিযোগ: পুজোর মুখেও ঘরে ঘরে ডেঙ্গির সংক্রমণ, মৃত্যু। আতঙ্ক যেন কাটছেই না। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ৪ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলা এবং স্বাস্থ্য জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৭৯ জন। এই উদ্বেগের পরিস্থিতিতেও তুঙ্গে রাজনীতি। ডেঙ্গি সংক্রমণের তথ্য গোপন করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে সোমবার বিধাননগর পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুরসভা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফুলবাগানেও চলল বিক্ষোভ।


 



বিরোধীদের দাবি, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রকে সঠিক পরিসংখ্যান দিচ্ছে না রাজ্য সরকার। ডেঙ্গি মোকাবিলায় পুরসভার ভূমিকাও সদর্থক নয়। এই অভিযোগ তুলে এদিন বিধাননগর পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতা কর্মীরা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ডেঙ্গি পরিস্থিতি আগের থেকে বেটার হয়েছে। মাইনাসে যাচ্ছে আমরা নিশ্চিত যে আর কয়েক দিনের মধ্যে যেভাবে রোদ উঠেছে বৃষ্টি কমে গেছে, কলকাতা বাসির ছাদে উঠে যদি আশপাশটা খেয়াল রাখেন, তাহলে পুজোর আগে ডেঙ্গি বন্ধ হয়ে যাবে।’’ এদিন ফুলবাগানেও কলকাতা নাগরিক সম্মেলনের ব্যানারে বিক্ষোভ চলে। কলকাতা পুরসভার ৩ নং বরোর স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া হয় ডেপুটেশন।


এদিকে ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এই পরিস্থিতিতে গতকাল বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন: Durga Puja 2023: প্রতীক্ষার প্রহর গোনা শুরু, সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী কলকাতা পুলিশ