নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup) মাঝেই বিতর্ক বেঁধে গেল পাকিস্তানের এক সঞ্চালককে নিয়ে। এমনকী, ভারত ছাড়তে বাধ্য হলেন পাক মহিলা সঞ্চালক।


জাইনাব আব্বাস। অভিযোগ, এই পাক সঞ্চালক ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন এক সময়। নতুন করে জলঘোলা শুরু হয়েছে তা নিয়ে। শেষ পর্যন্ত ভারত ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানি সঞ্চালক।


বিশ্বকাপে আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন জাইনাব। বিশ্বকাপের জন্যই ভারতে এসেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই ভারত ছাড়তে হল তাঁকে। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে খবর। তারই ফল হিসেবে ভারত ছাড়তে হল জাইনাবকে। আপাতত তিনি দুবাইয়ে আছেন।


বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর, শনিবার। রোহিত শর্মা বনাম বাবর আজ়মদের সেই দ্বৈরথ আমদাবাদে। তার আগে জাইনাবকে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। এমনিতে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্কের মধ্যেই জাইনাবকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল।


তবে জাইনাবের মন্তব্য সাম্প্রতিক নয়। প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জাইনাব। সে সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, তাই এখন জাইনাবের এক্স অ্যাকাউন্ট। সেই পোস্ট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। হিন্দু ভাবাবেগ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’


ভারতে পা রাখার আগে জাইনাব এক্সেই লিখেছিলেন, ‘উল্টো দিকে যে মিথ্যা বলা হচ্ছে তাতে সব সময় চক্রান্ত থাকে। পার্থক্যের বদলে মিলই বেশি। মাঠে হয়তো প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে বন্ধুত্ব রয়েছে। একই ভাষা, শিল্পের প্রতি ভালোবাসা, বিপুল জনসংখ্যার দেশ। সেই ভারতেই আবার যাচ্ছি আইসিসি বিশ্বকাপ কভার করার জন্য।’ যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপের অভিজ্ঞতা সুখকর হল না জাইনাবের।


আরও পড়ুন: ABP Exclusive: শুরুর দিকে সৌরঝড় দেখছেন না সৌরভ, অশ্বিন দলে ফেরায় উচ্ছ্বসিত দাদা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial