মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প‘ -এর ফর্ম পূরণ করার জন্য় টাকা নেওয়ার সময় শিলিগুড়িতে হাতেনাতে পাকড়াও এক যুবক। ক্যাম্প পরিদর্শনের সময় অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে’র ফর্মপূরণ করতে নেওয়া হচ্ছে টাকা! ঠিক যেন, ‘ফেলো কড়ি, মাখো তেল!’ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নাতেনাতে ধরলেন শিলিগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান গৌতম দেব। তিনি অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন, ‘এখানে তুমি টাকা নিয়ে ফর্ম ফিল আপ করার জন্য বসে আছো? চল, চল এখান থেকে। বেরো এখান থেকে।’ অভিযুক্ত যুবক বলার চেষ্টা করেন, ‘জিনিসপত্র তো নিতে দেবেন।’ গৌতম দেব পাল্টা বলেন, ‘কিছু নিতে হবে না। এই এখনই কিন্তু ঠুকে দেব।’


শিলিগুড়ি পুরসভায় পাঁচটি বোরো রয়েছে। প্রতি বোরোতে ছ’টি করে ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প করা হচ্ছে। সেরকমই একটি ক্যাম্প চলছে হায়দারপাড়ার শিউমঙ্গল হাইস্কুলে। ‘লক্ষ্মীর ভান্ডার প্রকল্প’-এর ফর্মের জন্য সকাল থেকেই এখানে লাইন দেন কয়েক হাজার মহিলা। সেখানেই রীতিমতো ক্যাম্প করে ফর্ম পূরণ করছিলেন এক যুবক। ফর্ম পূরণের বিনিময়ে টাকা নিচ্ছিলেন তিনি। ক্যাম্প পরিদর্শনে গিয়ে হাতেনাতে এই যুবককে পাকড়াও করেন গৌতম দেব। অভিযুক্ত যুবককে ভক্তিনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মন্তব্য, ‘আমরা তো বলেছি, রাজ্য সরকারের প্রকল্পে দুর্নীতি হচ্ছে। এটাই তো গৌতম দেব প্রমাণ করে দিলেন।’


অন্যদিকে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর, নবগ্রাম, হায়দারপাড়া সহ বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে জানিয়েও বদলায়নি জলযন্ত্রণার ছবি। শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক। নিকাশি ব্যবস্থার উন্নতিতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান, দাবি পুর-সদস্যের।