মুম্বই: শ্যুটিং ফ্লোরে ফিরলেন শিল্পা শেট্টি। গত বুধবার থেকে 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪' -এ বিচারকের মঞ্চে ফিরলেন রাজ পত্নী। অন্যদিকে আপাতত অন্তবর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন রাজ কুন্দ্রা।
আকাশী ও কমলা শাড়িতে সেজে উঠেছেন শিল্পা। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ভ্যানিটি ভ্যান থেকে বেরিয়ে সেটের দিকে যাচ্ছেন শিল্পা। পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন তিনি। তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও কথা বলেননি তিনি। কেবল শ্যুটিং ফ্লোরে ঢুকে যেতে দেখা গেল তাঁকে।
অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'পর্ণ ভিডিও তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিল। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে।'
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হয়নি। গ্রেফতারই হতে হয়েছিল নামী ব্যবসায়ীকে।
এএনআই সূত্রে খবর, 'রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। মামলায় রাজ কুন্দ্রার আগামী শুনানির দিন ২৫ অগাস্ট। তার আগে কিছুদিনের জন্য় জামিনে মুক্ত রাজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লিখেছিলেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'
এরসঙ্গেই শিল্পা যোগ করেছিলেন, 'একজন মানুষ হিসাবে, সর্বোপরি এক মা হিসাবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কোনও খবর রটাবেন না বা মন্তব্য করবেন না। দয়া করে আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না। আইন সত্যিটা সামনে আনবেই। সত্যমেব জয়তে'