রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামে (Nabagram) তৃণমূল (TMC) বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সুপারের (Police Super) কাছে অভিযোগ দায়ের হয়েছে। শাসকদলের মদতেই এসব চলছে, কটাক্ষ বিজেপির (BJP)। নেপথ্যে বহিরাগতদের হাত রয়েছে, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।
রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ
রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল বিধায়কের অনুগামীরা। মুর্শিদাবাদের নবগ্রামের আসনদিঘি এলাকার ঘটনা।
২০১৯ সালে সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আসনদিঘি এলাকায় মাছ চাষ, রেশম চাষ, পশুপালন ও তাঁতশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। মিশন পরিচালিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধানের অভিযোগ, নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নাম ভাঙিয়ে তিনজন ব্যক্তি কাজে বাধা দিচ্ছেন।
তোলা চাওয়ার পাশাপাশি পুলিশের ভয়ও দেখানো হচ্ছে বলে অভিযোগ। কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে এই নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্তদের একজন অভিযোগ অস্বীকার করেছে। অভিযুক্ত অশোক মণ্ডলের দাবি, 'আমরা বলেছি পাট্টাদারদের কাজ দেওয়া হচ্ছে না। আমাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হোক।'
আরও পড়ুন: Anubrata Mondal: গরু পাচারকাণ্ডের পর এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দায় এড়িয়েছেন তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের কথায়, 'তৃণমূলই এই কাজ করছে। কাজে বাধা দিচ্ছে। পাট্টাদারদেরও বঞ্চিত করছে।'
নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের দাবি, 'মিশনের পক্ষ থেকে পাট্টাদারদের কাজে যুক্ত করার ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেই থেকেই বিক্ষোভ তৈরি হয়েছে। সেই বিক্ষোভটাকেই কাজে লাগাচ্ছে কিছু বহিরাগত। কিছু পাট্টাদারকে ভুল বুঝিয়ে বলছে তাদের কাজে নিচ্ছে না রামকৃষ্ণ মিশন।'
নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল জানিয়েছেন, উন্নয়নমূলক কাজে স্থানীয় মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।