কলকাতা: ফুলবাগানের গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগে এবার দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করল পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ২০০০ সালের র্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার জন্য শিয়ালদা আদালতে আবেদনও জানানো হয়। আদালতের সম্মতিতে ২ প্রাক্তনীর বিরুদ্ধে FIR পুলিশের।
র্যাগিংয়ের অভিযোগ: গুরুদাস কলেজে র্যাগিংয়ে অভিযুক্ত দুই প্রাক্তনীর নাম প্রীতম চট্টোপাধ্যায় ও অনুরাগ বিশ্বাস। এদের বিরুদ্ধে অভিযোগকারী কলেজ পড়ুয়াকে জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে। কলেজের অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতেই দুই প্রাক্তনীর বিরুদ্ধে FIR করেছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও গুরুদাস কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তীর নামেও অভিযোগ দায়ের হয়েছে। TMCP নেতার বিরুদ্ধে ইউজিসির-র কাছে অভিযোগ কলেজের এক ছাত্রের। র্যাগিংয়ের অভিযোগ অস্বীকার TMCP নেতার।
সম্প্রতি যাদবপুরকাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড় হয়েছে। চলতি সপ্তাহে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার র্যাগিংয়ে অভিযুক্ত তাঁরই দলের ছাত্র নেতা। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে কী বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমাদের সরকার র্যাগিং-এর হেল্পলাইন চালু করেছে। আমাদের লক্ষ্য র্যাগিং মুক্ত কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবোই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এরাজ্যে আর কোন পড়ুয়ার প্রাণ যাবে না'।
তবে শুধুু যাদবপুর বা গুরুদাস কলেজই নয়। দক্ষিণ কলকাতার একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রেও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়রের বিরুদ্ধেই অকথ্য নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের কাছে জানানো হয়েছে নালিশ। অভিযোগ, শিবির চলাকালীন একটি হোটেলের ঘরে জুনিয়র শিক্ষার্থীদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালান এক সিনিয়র। হোটেলের ঘরে বিবস্ত্র করে শরীরের বিভিন্ন অংশে ট্যাটু আঁকতে বাধ্য করেন ওই সিনিয়র, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের একাংশের। ঘটনার জেরে মাস তিনেক ট্রমার মধ্যে কাটান আতঙ্কিত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: Fake Call Centre: ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার TMCP নেতা