ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : নিয়োগ দুর্নীতির ( Recruitment Scam ) অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি ( West Bengal Politics) । এরমধ্যেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati) নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। বিশ্বভারতীতে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে।নিয়োগ নিয়ে হয়েছে আর্থিক লেনদেনও, অভিযোগ গদাধর হাজরার ( Trinamool leader Gadadhar Hazra)।
তাঁর অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ( Bidyut Chakrabarty )ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আধিকারিক ঘটনায় সিআইডি তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূল নেতা।
বিশ্বভারতী সূত্রে খবর, প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিচালনা করেনি, কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সি সংশ্লিষ্ট নিয়োগের পরীক্ষাগুলি আয়োজন করে।
অন্যদিকে, সোমবার রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় মেল করে একটি অভিযোগ করা হয়েছে, যে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
সম্প্রতি গদাধর হাজরা ধর্না মঞ্চ থেকে বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে আপনাকে বাড়ি থেকে টেনে বের করে বোলপুর-বীরভূম ছাড়া করতে বেশি সময় লাগবে না। বিশ্বভারতীর নাম-ফলক বিতর্কে এবার উপাচার্যকে বাড়ি টেনে বের করে আনার হুঁশিয়ারি দিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। তিনি বলেন, ' আর এসব ফলকও থাকবে না। আপনি থাকবেন আমাদের পায়ের নীচে। ' বিশ্বভারতীর সামনে ধর্নামঞ্চ থেকে সম্প্রতি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন জেলা-রাজনীতিতে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত গদাধর হাজরা।
অন্য়দিকে, ফলক-বিতর্কের আবহে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,
করিলে বন্ধ পৌষ মেলা
স্তব্ধ করিলে দোল খেলা
প্রাক্তনী আশ্রমিকদের করিলে পদাঘাত
কবিগুরুর আদর্শ হইলো চিৎপাত
বোঝো নাই কভু শান্তিনিকেতনের ভাবধারা
বুঝিলে শুধু উপাচার্যের আরাম কেদারা
নিঃস্বার্থভাবে কখনও রবি ঠাকুরকে ভালোবেসো
এবার তুমি দুগ্গা দুগ্গা করে এসো
ফলক বিতর্কে রবিবার বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখেও। তিনি বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বীকৃতি দেওয়া। এটা যদি না হয়ে থাকে উনি কারেকশন করুন। ওনার এত ইগোর কী আছে '
বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ ফলকে কবিগুরুর নাম ব্রাত্য় থাকার প্রতিবাদে, তৃণমূলের বিক্ষোভ-অবস্থান সোমবার চতুর্থ দিনে পড়ল। এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিশ্বভারতীর অধ্য়াপকদের একাংশও।
আরও পড়ুন :
তাপমাত্রা যাবে বেড়ে, বৃহস্পতি-শুক্রয় নামবে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে