করুণাময় সিংহ,মালদা: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের ডাক্তারকে হুমকির ঘটনা। এবার মালদা মেডিক্যালে (Malda Doctor Threat) চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ। দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু হয়, এরপরই রোগীর পরিবারের সদস্য হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও করতে গেলে জুনিয়র ডাক্তারদেরও হুমকির অভিযোগ। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


ফের ডাক্তারকে হুমকির ঘটনা: যে দশ দফা দাবিদাওয়া নিয়ে, জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন, তার মধ্য়ে অন্য়তম হল হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা। আর এর মধ্য়েও, বারবার সামনে আসছে হাসপাতালে ভাঙচুর থেকে চিকিৎসকদের হেনস্থার ঘটনা শুক্রবারও। গতরাতে দুর্ঘটনায় গুরুতর এক রোগীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। যেখানে চিকিৎসার মতো অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়। এরপরই উত্তেজনা ছড়ায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে। সেখানে চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। এমনকি সেই হুমকির ভিডিও করতে গেলে এক জুনিয়র চিকিৎসক কেউ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।  এই ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়। 


চিকিৎসকদের দাবি, রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। আর মৃতের পরিবারের দাবি, ভুল চিকিৎসায় রোগীর মৃত্য়ু হয়। এরপরই হাসপাতালে তাণ্ডব শুরু করেন রোগীর পরিবারের সদস্য়রা। চিকিৎসকদের দেখে নেওয়ার এমনকী, খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় চিকিৎসকদের তরফে মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়। তারপর মেডিক্য়াল কলেজের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। আর জি কর-কাণ্ডের রেশ কাটার আগেই সাগর দত্ত মেডিক্য়াল কলেজে আক্রান্ত হন জুনিয়র ডাক্তাররা। বিনা চিকিৎসায় মৃত্য়ুর অভিযোগে, হাসপাতালে ঢুকে হামলা চালায় রোগীর সঙ্গে আসা লোকজন। তারপর এরকম একের পর এক ঘটনা সামনে এসেছে। রায়গঞ্জে মহিলা চিকিৎসককে হেনস্থা করা হয়। ডোমকলে হাসপাতালে ভাঙচুর করা হয়। জঙ্গিপুরে হাসপাতালে হামলা চালানো হয়। এবার মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতাল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনে ডাক্তাররা, বাড়িতে ফোন করে অনশন তুলতে 'চাপ' পুলিশের