শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও অনশন করছেন দুই জুনিয়র ডাক্তার। ১২২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। হাসপাতালেই প্রস্তুত রাখা হয়েছে ICU। তবে এখনই তাঁরা হাসপাতালে ভর্তি হতে রাজি নন। এরই মধ্যে অনশন তুলতে বাড়িতে ফোন করে পুলিশ চাপ দিচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মাটিগাড়া থানার।


দক্ষিণ থেকে উত্তর, ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ চলছেই। এর মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনকারী চিকিৎসকের বাড়িতে ফোন করে। ভয় দেখানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ধর্মতলার ধর্নামঞ্চে আমরণ অনশনে বসেছেন ৬ জন জুনিয়র ডাক্তার। আরেক অনশনকারী অনিকেত মাহাতো গুরুতর অসুস্থ হয়ে পড়ায়, তাঁকে আর জি কর মেডিক্যালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। একই ভাবে উত্তরবঙ্গ মেডিক্যালেও অনশন করছেন ২ জুনিয়র ডাক্তার। অভিযোগ, অনশন তুলতে মাটিগাড়া থানা থেকে ফোন গিয়েছে সাইকিয়াট্রি বিভাগের ইন্টার্ন আলোক ভার্মার লখনউয়ের বাড়িতে। অনশনকারীদের শারীরিক পরিস্থিতির অবনতির ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। আলোক ভার্মা বলেন, "ওরা (পুলিশ) বারবার ফোন করে পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। শরীর খারাপ হয়ে যাবে, এই কথা বলে আমাদের বোঝাতে বলছে। অথচ ওরা (পুলিশ) জানেই না কী পরিস্থিতি, এখানে এসে দেখেও যায়নি।থানা থেকে ফোন করে আমার মাকে বলা হয়েছে, ছেলের শরীর খুব খারাপ, আপনি জানেন না। এসব করতে বারণ করুন। এভাবেই চাপ সৃষ্টি করছে। আমার বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে পড়েছে।

আন্দোলনে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষ। মহাষ্টমীর দিন অনশনরত জুনিয়র ডাক্তারদের সহমর্মিতা জানাতে কেউ আবার চলে এসেছেন ধর্নামঞ্চে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে যান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি শাখার প্রতিনিধিরা। আন্দোলনে সমর্থন জানালেও, অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে তাঁরা উদ্বিগ্ন। IMA শিলিগুড়ি শাখার সভাপতি অরুণকুমার গুপ্ত বলেন, "আমরা IMA শিলিগুড়ি শাখা থেকে এসেছিলাম যে, এরা অনশনটা উইথড্র করুক। বিশেষ করে এই অনশন আন্দোলন। এরা আমাদের বাড়ির ছেলেদের মতো। আমরা চাই না, এদের কোনও ধরনের প্রবলেম হোক। একজনের বাবা মারা গেছে। বাড়িতে এরাই ভবিষ্যৎ। সরকারও সংবেদনশীল নয়।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Durga Puja 2024: বিচারের দাবিতে প্যান্ডেল জুড়ে ফ্লেক্স, পুজোর মণ্ডপে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ