রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে (Sonarpur) রেশন দুর্নীতির (Ration) প্রতিবাদ করায় সিপিএম কর্মীদের (CPM Workers) মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। মারধরে এক কর্মীর মাথা ফাটে বলে দাবি সিপিএমের। পাল্টা হামলার অভিযোগ তুলে থানায় গেল শাসকদলও।


সোনারপুরে ‘আক্রান্ত’ সিপিএম


একই দিনে দক্ষিণ ২৪ পরগনার দুই জায়গায় সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ভাঙড়ে দুর্নীতির বিরুদ্ধে সিপিএমের মিছিলে আক্রমণ। সোনারপুরে রেশন দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ।


সোনারপুরের মালঞ্চ পঞ্চবটি এলাকায় প্রায় তিন মাস ধরে রেশন মিলছে না বলে অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রেশন গ্রাহকের তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।


সেই নিয়ে রবিবার, এলাকায় পোস্টার দেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তারপরই সিপিএম কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। শাবল দিয়ে মেরে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পাল্টা হামলার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে শাসকদলও। 


আরও পড়ুন: Birbhum: বালিঘাটের দখল ঘিরে সংঘর্ষে খুন যুবক, গ্রেফতার তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ ১৫


ভাঙড়ে 'আক্রান্ত' সিপিএম


অন্যদিকে আজ জাঠার সমর্থনে মিছিলের আগেই জমায়েত করেছিলেন সিপিএম সমর্থকরা। অভিযোগ, জমায়েত হতেই হামলা চলে। প্রাথমিক ভাবে যা জানা যায় তাতে ৭ থেকে ৮ জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মার খেয়ে সিপিএম সমর্থকদের অনেকে পালিয়েও যান। জখমদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ফের মিছিলও শুরু হয়। তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে তৃণমূলের একাধিক নেতাকে প্রশ্ন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু তা হলে এই হামলার নেপথ্য়ে কারা? কেনই বা সিপিএমের জমায়েতে আক্রমণ চলল? আপাতত স্পষ্ট উত্তর নেই। শুধু অভিযোগ রয়েছে সিপিএমের।


এর আগেও শাসকদলের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ তুলেছে বামেরা। গত অক্টোবরেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দিয়েছে। মারধরও করেছে কমরেডদের। সেই ঘটনার প্রতিবাদে রাসবিহারীর শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও মজুত রাখা হয়। ঠিক সেই সময়েই ফের তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন কমলেশ্বর।