সুজিত মণ্ডল, রানাঘাট: কালীপুজোর (Kali Puja 2024) প্যান্ডেল তৈরি করার নাম করে দু লক্ষ টাকা নিয়ে চম্পট প্যান্ডেল মালিক। নতুন করে মণ্ডপ তৈরি করতে না পারায়, ক্লাব কর্তৃপক্ষ এ বছরের মতো পুজো করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 


দু লক্ষ টাকা নিয়ে চম্পট: নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর নাসরা কার্টজু স্কুলের মাঠে কালীপুজোর আগে বিপত্তি। রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কালীপুজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের অভিযোগ, বিগত বছরের মত এবারও থিমের মণ্ডপের আয়োজন করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের কাঁথির পণ্ডা ডেকোরেটার্স নামে একটি ডেকোরেটার্সের মালিকের সঙ্গে তাদের কথা হয়। সাড়ে পাঁচ লক্ষ টাকায় ‘কৃষকের অবদান’ নামে থিমের মণ্ডপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী কয়েক দফায় প্রায় ২ লক্ষ টাকা পুজো উদ্যোক্তারা ওই ডেকোরেটার্স মালিককে দেন। অভিযোগ, গত ২২ অক্টোবর থেকে ওই ডেকোরেটার্স-এর মালিকের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে ওই ডেকোরেটার্স-এর বিরুদ্ধে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রতারক ডেকোরেটার্স-এর মালিক রাজ পণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুজো উদ্যোক্তারা জানান, ডেকোরেটার্স মালিকের প্রতারণার কারণে অনাড়ম্বরের সঙ্গে এ বছরের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হলেও, পুজো ঘিরে ৫ দিনের যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তা বন্ধ রাখা হবে। একইসঙ্গে পুজো মণ্ডপের সামনে বসা মেলার আয়োজনও বন্ধ রাখা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান।


এর আগে নবমীর ভোরে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরে প্রতিমার গয়না চুরির অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরায় ধরা পড়ে সেই ছবি। স্থানীয় পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্য়ায়ের বাড়িতে শতাব্দী প্রাচীন দু্র্গা মন্দির রয়েছে। ওদিন ভোরে পরিবারের এক সদস্য় লক্ষ্য করেন মায়ের গায়ে গয়না নেই। এরপর সিসিটিভি ফুটেজ দেখা যায় রাত ১টা নাগাদ এক ব্য়ক্তি মুখে কাপড় দিয়ে তালা ভেঙে মন্দিরে ঢোকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই ব্য়ক্তি প্রতিমার গায়ে থাকা সমস্ত গয়না খুলে নিয়ে যাচ্ছে। চট্টোপাধ্য়ায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মায়ের গায়ের সমস্ত গয়না খোয়া গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য় ৫০ লক্ষ টাকা। পরিবারের তরফে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্লান্টে আধিকারিকের রহস্যমৃত্যু, লিফটের নীচ থেকে উদ্ধার দেহ