কলকাতা: আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজ। কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ ছাত্র ইউনিয়নের। সিসিইউ, সেন্ট্রাল ল্যাব, হাসপাতালের বেড নিয়ে অনিয়মের অভিযোগ।             

  


কী বলা হয়েছে? 


ছাত্র সংগঠনের অভিযোগ, হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি হচ্ছে। দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের কাছে ছাত্র সংগঠনের অভিযোগ। এমনকী, রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। সেন্ট্রাল ল্যাবের এক কর্মী, জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অধ্যক্ষের কাছে নালিশ জানানো হয়েছে। অধ্যক্ষের কাছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। 


ছাত্র সংগঠনের অভিযোগ নিয়ে ল্যাব কর্মী জয়ন্ত ঘোষ বলেন, 'মেডিক্যাল কলেজের অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন, মেনে নেব। যে কোনও তদন্ত করে দেখতে পারেন, কোনও অসুবিধে নেই।' এদিকে সিসিইউ নিয়ে স্বচ্ছ ভাবেই কাজ হয়, দুর্নীতির অভিযোগে দাবি সুদীপ্ত রায়ের। তিনি বলেন, 'আমি বরাবর দুর্নীতি আর দালাল চক্রের বিরোধী। দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছি'। 


আরও পড়ুন, 'শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করতে শিখছে নাগরিক সমাজ', আগামী আন্দোলন নিয়ে কী বার্তা দেবাশিসের?


এদিকে গোটা ঘটনাটি নিয়ে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, 'CCU-তে যেভাবে ভর্তি হয় তা স্বচ্ছভাবে হয়, দুর্নীতির সম্ভাবনা খুব কম। সব বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে MSVP-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যদি সামান্য কোনও ত্রুটি বিচ্যুতি থাকে, সেটাও ওই কমিটি খতিয়ে দেখবে'।                                                                                                                                                                    



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে