কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, স্পিকারের কাছে ফের নালিশ। বিজেপির (BJP) বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের সময় ঘণ্টা বাজানোর অভিযোগ। তৃণমূলের (TMC) অভিযোগ বিধানসভা থেকে পাঠানো হল হেয়ার স্ট্রিট থানায়। 


জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ: একদিকে বঞ্চনার অভিযোগে ফের চোর চোর স্লোগান। অন্যদিকে থালা, কাসর, বাঁশির আওয়াজে কান পাতা দায়। বৃহস্পতিবারও এভাবেই তৃণমূল ও বিজেপির পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত থাকল বিধানসভা চত্বর। ঠিক যেভাবে বুধবার, চোরের পাল্টা চোর স্লোগানে ছেয়ে গেছিল রাজ্যের আইনসভা ভবনের চারপাশ। যার জল গড়াল থানা-পুলিশ পর্যন্ত। পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবারও দুপুর তিনটে থেকে অম্বেডকরের মূর্তির পাদদেশে, ধর্নায় বসেছিলেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। তাঁদের কয়েকজনের হাতে ছিল থালা। অন্যদিকে এদিন বিজেপির কোনও কর্মসূচি না থাকলেও, দলের তরফে অভিযোগ, শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়, তাঁকে উদ্দেশ্য় করে চোর স্লোগান দেয় তৃণমূল শিবির। এরপরই বিরোধী দলনেতার নেতৃত্বে দুর্নীতির প্রতিবাদে, পাল্টা থালা, কাসর, বাঁশি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপির বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলে বিধানসভার স্পিকারের কাছে ফের অভিযোগ করল তৃণমূল। একই ইস্যুতে এই নিয়ে দ্বিতীয়বার অভিযোগ করল তারা। তৃণমূল শিবিরের অভিযোগ, বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা।


বুধবার, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, কালো পোশাকে তৃণমূল বিধায়কের ধর্নায় যখন উপস্থিত ছিলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন মাত্র ৩০ ফুট দূর থেকে সেই দিকে আঙুল তুলে চোর স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, বুধবার বিধানসভা চত্বরে যখন তাদের বিধায়করা জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন স্লোগান দিয়ে তা অবমাননা করেন বিজেপি বিধায়করা। এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তাপস রায়। তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের অভিযোগপত্র সচিবের মাধ্যমে হেয়ার স্ট্রিট থানায় পাঠান অধ্যক্ষ। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে, ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। জাতীয় সঙ্গীত অবমাননা-সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। FIR-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম যুক্ত করার জন্য পুলিশ আদালতে আর্জি জানাবে বলে সূত্রের খবর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: East Burdwan: মেনুতে টোস্ট, ডিম, দুধ, শিশুদের জন্য এবার ব্রেকফাস্টের ভাবনা বর্ধমানের স্কুলে