WhatsApp Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মেটা (Meta) অধিকৃত এই অ্যাপে ফের ইউজারদের সুবিধায় একটি নতুন সুবিধা (WhatsApp Features) আসতে চলেছে। আপাতত এই ফিচার নিয়ে চলছে কাজকর্ম। টেক্সট স্টেটাস ফিচারের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ স্টেটাসে ইউজার কোনও টেক্সট শেয়ার করতে পারবেন এবং সেক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার অন থাকলে একটি নির্দিষ্ট সময়ান্তরে ওই স্টেটাস ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মেসেজের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ আগেই চালু হয়েছে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেও সেই ফিচার চালু হতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা iOS 23.24.10.73 আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। অর্থাৎ আপাতত আইওএস ভার্সানের এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। অনুমান পরবর্তীতে অ্যান্ড্রয়েড মাধ্যমেও এই ফিচার হবে।
হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যেই দেখা যাবে 'প্রোফাইল ইনফো'
সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) এমন একটি ফিচার নিয়ে কাজকর্ম করছে যার সাহায্যে ইউজারের প্রোফাইলের তথ্য পাওয়া যাবে চ্যাটের মধ্যেই। অর্থাৎ ইউজারদের চ্যাটের মধ্যেই কনট্যাক্ট নেমের তলায় ওই প্রোফাইলের বাকি তথ্য দেখা যাবে। আপাতত শোনা গিয়েছে, অ্যান্ড্রয়েই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে পারে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১১ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানে দেখা গিয়েছে সংস্থা নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। অর্থাৎ আগামী দিনে অ্যান্ড্রয়েডের ভার্সানের একদম লেটেস্ট আপডেটে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা।
হোয়াটসঅ্যাপে এআই চ্যাটের শর্টকাট, আসছে স্টেটাস ফিল্টারও
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) অর্থাৎ এআই (AI) ভিত্তিক চ্যাট ফিচার। আর তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপের ডিজাইন কিছুটা পরিবর্তন হবে। নতুন রূপে কেমন হবে হোয়াটসঅ্যাপের ডিজাইন সেটারই রোল আউট শুরু হয়েছে বিটা ভার্সানে। আপাতত অ্যান্ড্রয়েডেই এই ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আরও একটি নতুন সেকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এই বিভাগ চালু হবে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেটের ক্ষেত্রে। ইউজাররা স্টেটাস আপডেটের তালিকা দেখে সেখানে থেকে ফিল্টার করার অর্থাৎ বেছে নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন- জাপানি তরোয়ালের কায়দায় ইয়ারবাডস ! চার্জিং কেস খুললে 'রহস্যজনক শব্দ', দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।