কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ের গাড়ির ধাক্কায়, এক ব্য়ক্তির মৃত্য়ুর অভিযোগ ঘিরে বিরোধী দলনেতাকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মৃতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিলেন।
বিরোধী দলনেতাকে নিশানা: বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায়, শেখ ইশরাফিল খান নামে এক ব্য়ক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় শুভেন্দুর কনভয়ের গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল দেখেছেন বিরোধী দলনেতার গাড়ি চাপা দিয়ে মেরে চলে গেছেন। একটা লোক কতটা নির্মম, নিষ্ঠুর, ক্ষমতার দম্ভে কতটা অন্ধ হলে এটা হয়। ধরুন এরমক হল, আমার কর্তব্য না তাঁকে নিয়ে হাসপাতালে যাই। একটা সংখ্যালঘু ভাইকে গাড়ি দিয়ে পিষে চলে গেছে। কিন্তু দেখুন কংগ্রেস, সিপিএমের থেকে কোনও বক্তব্য নেই। পাশে গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল। আর্থিক সাহায্য করা হবে। বিচার যাতে পায়, তার জন্য সমস্ত সহযোগিতা করব। এই বিরোধীরা যদি আগামীদিনে ক্ষমতায় আসে, তাহলে কী অবস্থা হবে, একবার ভেবে দেখতে বলব। তৃণমূল বিরোধী ছিল, কোনওদিন শুনেছেন বিরোধী নেতা কারও উপর গাড়ি চালিয়ে চলে গেছে!''
ময়নায় বিজেপি নেতার হত্য়াকাণ্ডের রেশ কাটার আগেই গতকাল ফের অশান্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। এবার শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত্য়ুর অভিযোগ ঘিরে আক্রমণাত্মক ভূমিকায় পথে নামল তৃণমূল। কোথাও অবরোধ, কোথাও বিক্ষোভ, কোথাও মৃতদেহ নিয়ে মিছিল করে শাসক দল। বৃহস্পতিবার রাতেই ১১৬ বি জাতীয় সড়কেের একাংশ অবরুদ্ধ করে তৃণমূল। শুক্রবার চণ্ডীপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে ভৈরবপুর অবধি মৃতদেহ নিয়ে মিছিল করেন তৃণমূল সাংসদ দোলা সেন, বিধায়ক সোহম চক্রবর্তী, বীরবাহা হাঁসদারা। নাম না করে শুভেনদু অধিকারীকে নিশানা করেন তাঁরা। বিরোধী দলনেতার কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্য়ুর অভিযোগে শুক্রবার নন্দীগ্রামের গড়চক্রবেরিয়া এবং সোনাচূড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনায় শুভেনদুর কনভয়ের গাড়ির চালক আনন্দকুমার পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকরী অবশ্য় তাঁর কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্য়ুর অভিযোগ মানতে নারাজ। তিনি দাবি করেছেন, তাঁর কনভয়ে কোনও দুর্ঘটনা ঘটেনি। তার অনেক আগে তিনি ওই রাস্তা পেরিয়ে চলে যান।
আরও পড়ুন: WHO on Covid-19: কোভিড আর 'বিপদ' নয়? বড়সড় ঘোষণা WHO-এর