কলকাতা: দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভার্চুয়ালি নিউটাউনে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীও যোগ দেন।  চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নিউটাউনের নতুন ক্যাম্পাসে রয়েছে ৪৬০টি বেড, ১০টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। রয়েছে ১২৮টি সিটি স্ক্যান যন্ত্র। এশিয়ার প্রথম সারির ক্যান্সার বিশেষজ্ঞরা এই হাসপাতালের সঙ্গে যুক্ত। হাসপাতাল পরিচালনার দায়িত্ব কেন্দ্র-রাজ্য উভয়েরই।


এরইমধ্যে সিএনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে বিতর্ক। উদ্বোধন তো আগেই হয়েছে, ভার্চুয়াল অনুষ্ঠানে মোদিকে বললেন মমতা।উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার অনুরোধ জানানো হয়।  এরপরই বক্তব্য শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সঞ্চালিকাকে ধন্যবাদ, আমার পদবীটাও ভুলে গিয়েছেন, হতে পারে নার্ভাসনেসের জন্য।


এরপর মুখমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে এসেছি প্রধানমন্ত্রীর জন্য। কারণ তিনি কলকাতার একটি হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দুবার ফোন করেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে, এই ক্যাম্পাসের উদ্বোধন আগেই হয়ে গিয়েছে। কীভাবে হল। করোনার প্রথম ঢেউয়ের সময় আমাদের কোভিড সেন্টারের প্রয়োজন ছিল।ওই সময়ই নিউটাউনের এই ক্যাম্পাস দেখি এবং তা রাজ্য সরকারের সঙ্গে যুক্ত। এজন্য তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।


মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য দিয়েছে। হাসপাতালের জন্য ১১ একর জমিও দিয়েছে রাজ্য।


মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইটে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিলি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধনের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রয়োজনীয়ভাবে সংঘাতের পথে হাঁটেন। ওঁর বোঝা উচিত, কোভিডের জন্য একটি বিল্ডিংয়ের উদ্বোধন করা আর ক্যানসার হাসপাতালের বিশেষ বিভাগ উদ্বোধন করা এক নয়।


তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় ওখানে সেফ হোম হয়েছিল। তাই নতুন করে এর উদ্বোধন না করলেই হত।