রণজিৎ সাউ, সল্টলেক: 'উনি তো অনেক দূরে থাকেন। ভারতে কোথায়, কী হচ্ছে, খোঁজ রাখেন না', নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। সঙ্গে সংযোজন, 'বিজেপিকে হারাতে গেলে আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।' আর কী বললেন দিলীপ?সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলনেত্রীর প্রশংসা নোবেলজয়ী অর্থনীতিবিদের মুখে। দিলীপ ঘোষ যদিও বলেছেন, 'মমতা তো বাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরেও একজনকে জেতাতে পারলেন না। পুরনো অভ্যাস মতো অমর্ত্য সেনরা মোদিকে সরাতে চান। তাই মমতাকে নিয়ে স্বপ্ন দেখছেন।' প্রসঙ্গত, এর আগেও বর্ষীয়ান গবেষক-অধ্যাপককে নিয়ে কড়া সমালোচনা শোনা গিয়েছে রাজ্য বিজেপি নেতাদের মুখে। ২০২১ সালেই যেমন করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কড়া সমালোচনা করায় পাল্টা জবাব শোনেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'উনি নোবেল জয় করেছেন, ভারত অথবা বাংলা জয় করেননি। তার বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। দেশের প্রধানমন্ত্রীর প্রতি অতীতেও তার মন্তব্য রাজনৈতিক প্রতিহিংসা থেকেই উদ্বুদ্ধ।' এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির গলাতেও তাঁকে নিয়ে কটাক্ষের সুর। ঠিক কী বলেছেন অমর্ত্য সেন?
কী বললেন অমর্ত্য় সেন?গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা শোনা যায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কথায়। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে, বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশাকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি।' সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, টলোকসভা ভোটে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।' তবে তৃণমূলের পাশাপাশি, সমাজবাদী পার্টি এবং ডিএমকে-র ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ২০২৪-র লোকসভা ভোটে বিজেপি একাই দৌড়বে, এমনটা ভাবা ঠিক নয়। আগামী লোকসভা ভোটে আঞ্চলিকদলগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। বস্তুত, চব্বিশের লোকসভা ভোটকে পাখির চোখ করে একুশের বঙ্গ বিধানসভা ভোটের পর থেকেই জমি তৈরির কাজে নেমে পড়েছে তৃণমূল। একদিকে বাংলার বাইরে সংগঠন বিস্তার, অন্য দিকে আঞ্চলিক দলগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে জাতীয় রাজনীতির ভরকেন্দ্র গুছিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু তাতে ঠিক কতটা সাফল্য আসবে? বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কটাক্ষ, এখনও পর্যন্ত বাংলার বাইরে কোথাও কোনও সাফল্য আসেনি। তবে এর পরে কী হবে? বলবে সময়।
আরও পড়ুন:সিউড়িতে বিজেপির অঞ্চল সম্মেলনে হামলার অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল কর্মী