শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দুর্ঘটনার (accident) কবলে পড়লেন সাগরযাত্রীরা (Gangasagar)। গঙ্গাসাগরে যাওয়ার পথে একটি অ্যাম্বুল্যান্স (ambulance) ও যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জখম হলেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে ছিলেন পুণ্যার্থীরাও।
সাগরযাত্রার পথে দুর্ঘটনা
দুর্ঘটনার কবলে সাগরযাত্রীরা। অ্যাম্বুল্যান্স ও যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হলেন পুণ্যার্থী সহ ১০ জন। বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুটি গাড়ির চালক ও কয়েকজন পুণ্যার্থী।
বুধবার বেলা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে সাগরের কৃষ্ণনগরের (Krishnanagar) বিনোদমোড় বাসস্টপে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে রুদ্রনগর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জেরে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের যাওয়ার রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। ক্রেন দিয়ে দুটি গাড়িকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুল্যান্সটি সাগর থেকে কচুবেড়িয়া আসছিল। উল্টোদিক থেকে পুণ্যার্থীদের নিয়ে ম্যাজিক গাড়িটি গঙ্গাসাগরে যাচ্ছিল। যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিকের মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রসঙ্গত গত ৮ তারিখ থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। প্রবাদ রয়েছে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থী। গত দু'বছর করোনার জেরে এই উৎসবে ভাটা পড়েছিল। যদিও গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতো। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল। তবে এবার প্রশাসনিক বেশ কিছু বিধি ছাড়া কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি।
নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জানিয়ে দিয়েছিলেন গঙ্গাসাগরের পুণ্যতিথির দিনক্ষণ, সময়। তিনি বলেন, '৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।' তিনি বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে।'
শাহী স্নানের মাহেন্দ্রক্ষণ ১৪ এবং ১৫ জানুয়ারির সন্ধিক্ষণ। তাই রেকর্ড পুণ্যার্থী সমাগমের প্রত্যাশা নিয়েই সাগর মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে এ বছরের গঙ্গাসাগর মেলা।