সঞ্চয়ন মিত্র, কলকাতা: মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই হাঁসফাঁস করা অবস্থা (Weather Forecast)। এ বছর তাপমাত্রা নতুন রেকর্ড গড়বে বলে ইতিমধ্যেই সতর্কবার্তা শুনিয়েছেন আবহবিদরা। তার মধ্যেই সাময়িক স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (Weather Office)। শহর কলকাতায় (Kolkata News) আগামী কয়েক দিন বৃষ্টি (Rainfall) হতে পারে জানানো হল। 


অসহ্য গরম থেকে নিষ্কৃতী মিলবে কি!


অসহ্য গরম থেকে নিষ্কৃতি পাওয়া নিয়ে এ বার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে সঙ্গে কালবৈশাখীও আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে তারা। এ ছাড়াও, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা এবং শহরতলিতে। নেমে আসতে পারে কালবৈশাখীও। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের বেলা তাপমাত্রা কিছুটা কমতে পারে।


একাধিক জেলায় তাপপ্রবাহের ইঙ্গিত


এ ছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় এমন পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাযগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে এক দিকে তাপপ্রবাহ, অন্য দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়।


এর আগে, পূর্ব মেদিনীপুরের দিঘা এবং সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।  সোমবার মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল, যা ছিল স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার সেখানে আকাশ তুলনামূলক পরিষ্কার থাকবে বলে জানানো হয়। যদিও  আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথাও জানানো হয়েছে। 


আবহাওয়া দফতরের পরিসংখ্য়ান অনুযায়ী, দার্জিলিং-এ তাপমাত্রা ২৬  ডিগ্রির আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Paschim Bardhaman News: রানিগঞ্জে কলেজ পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বাড়িওয়ালার আত্মীয়