দীপক ঘোষ ও আশাবুল হোসেন, কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি।
রাজ্যে 'ড্যামেজ কন্ট্রোলে' শাহ!
২১-এর বিধানসভা ভোটে ‘মিশন টু-হান্ড্রেড’ ব্যর্থ হয়েছে বিজেপি-র (BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুরথেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও হাতছাড়া হয়েছে। দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞতা নিয়ে কথার লড়াই চলছে খোদ প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে।
সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) ডামাডোল। আর সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর, প্রথমবার বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। একাধিক সরকারি অনুষ্ঠানের পাশাপাশি, দলীয় বৈঠকও করবেন তিনি, যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বঙ্গ বিজেপির ডামাডোল সামাল দিতেই আসছেন অমিত শাহ? ড্যামেজ কন্ট্রোল করবেন বিজেপির চাণক্য? আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে ভোকাল টনিক দেবেন?
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪ মে রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন, BSF-এর অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে মাঠে করবেন জনসভা। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও।
অমিতের আগমন নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অমিত শাহ দলের নেতাদের সঙ্গে মিটিং করতেই পারেন। এটা দলের ব্যাপার। কিন্তু, উনি কি আদি বিজেপি, পরিযায়ী বিজেপি আর তৎকাল বিজেপি সম্পর্কে কিছু জানেন? আসানসোলে হেরেছেন। বালিগঞ্জে জামানাত বাজেয়াপ্ত। দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপির কজন দেখা করবে, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।"
রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গ দফায় দফায় বৈঠক
বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি আসবেন, বৈঠক করবেন। তৃণমূল আগাম অনেক কিছু ভাবে। ঠাকুরঘরে কে, আমি কলা খাইনি।"
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে সকালে কোচবিহারের তিন বিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। ওই দিনই কলকাতায় ফিরে এসে, রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাতে ফিরে যাবেন দিল্লি।