অর্ণবমুখোপাধ্যায় , শিবাশিস মৌলিক, কলকাতা : সোমবারই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shsh )। এই পুজোর সঙ্গে যুক্ত বিজেপি নেতা সজল ঘোষ ( BJP Leader Sajal Ghosh ) । 
 কলকাতার অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম, অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ছবিতে। নজর কেড়েছে প্যান্ডেলের আলোকসজ্জাও। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তাই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। সবকিছুর মধ্যেই আলাদা করে নজর টানছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চের বোর্ড। তাতে লেখা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 


শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, জানিয়েছেন পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ছত্তীসগঢ়ে প্রচার অনুষ্ঠান সেরেই কলকাতায় আসবেন অমিত। 


৮৮ বছরে পা দিল মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। অমিত শা-র সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তিনিও সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন বলে জানা গিয়েছে। 


 মহালয়ার দিন দলের মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রসঙ্গে  নাম না করে অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি বলেন, 'যাঁরা এক সময়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য়কে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না। তাঁরাই আজ বাংলায় দুর্গাপুজোর উদ্বোধন করতে আসছেন। এটাই বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য়ের জয়।'  


বছর ঘুরলেই লোকসভা ভোটের আগে উদ্বোধন হতে পারে অযোধ্য়ার রামমন্দির। তার আগে এবারের পুজোয়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু জায়গাতেই পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রামমন্দির। যা দেখে রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে,  বাংলায় কি এবার ' রাজনীতির থিম' রামমন্দির? 


বালুরঘাটের নিউটাউন ক্লাবের পুজোরও এবারের থিম রামমন্দির। এই ক্লাবের সভাপতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিকে, নিউটাউন মেলা প্রাঙ্গনের পুজো উদ্যোক্তাদেরও এবারের পছন্দের থিম ছিল রামমন্দির। তবে এবার,
থিম রামমন্দিরে প্রশাসন অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পুজো উদ্যোক্তারা। আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ২৫ অগাস্ট আদালত থেকে মেলে অনুমতি। কিন্তু, হাতে একেবারেই সময় কম থাকায় পরিকল্পনা বদল করেন উদ্যোক্তারা।                    


এখন দেখার কলকাতার রামমন্দির দেখতে কতটা ভিড় জমে সন্তোষ মিত্র স্কোয়ারে। 


আরও পড়ুন, পুজোয় রসনায় ভেজাল নেই তো? পরীক্ষা করবে KMC