সমীরণ পাল ও সন্দীপ সরকার, কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়ে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত এমটেকের ওই ছাত্রের নাম ওহিদুল রহমান। মাল্টি অর্গান ফেলিওর, ফুসফুসে জল জমে ছাত্রের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ছাত্রের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে। 


রাজ্যে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু অব্যাহত: আজই প্রাণ গিয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক গৃহবধূর। জেলাজুড়েই দাপট দেখাচ্ছে ডেঙ্গি। এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১৩০০-রও বেশি। অন্যদিকে, কলকাতায় সরকারি হাসপাতালে থাবা বসিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া।কর্মী আবাসন থেকে ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে, সেখানেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।


এই একই দিনে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক পড়ুয়ার। সোমবার বেলভিউ নার্সিংহোমে মৃত্যু হয় যাদবপুরের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তরের ছাত্র ওয়াহিদুর রহমানের। গত ৩ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।


চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি: সামনে পুজো। কিন্তু তার আগেই ডেঙ্গির বারবারন্ত চিন্তা বাড়াচ্ছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেড়াচাঁপা বিডিও অফিস পাড়ার বাসিন্দা ২৬ বছরের গৃহবধূ প্রভাতী মণ্ডলের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।


শুধু দেগঙ্গা নয়, উত্তর ২৪ পরগনা জুড়েই দাপট দেখাচ্ছে ডেঙ্গি। মজেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। গত এক সপ্তাহে গ্রামাঞ্চল ও শহর মিলিয়ে ১,৩০৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি আক্রান্ত বনগাঁ ব্লকে। সংখ্যাটা ৪৬৩। কলকাতা লাগোয়া রাজারহাটেও একই ছবি। গোটা ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত ২২৪ জন। বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত ১,০৯১ জন। দক্ষিণ দমদম পুরসভা এলাকায় সংখ্যাটা ৫২০। 


হাবড়া ২ নম্বর ব্লকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২৮৫ জন। পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও ডেঙ্গি-প্রতিরোধে সবরকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে দাবি করেছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ। একা ডেঙ্গিতে রক্ষা নেই, দোসর ম্য়ালেরিয়া। জোড়া সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মী আবাসন থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের হস্টেলেও।


ইতিমধ্যেই কর্মী আবাসনের ৩টি ব্লকে আক্রান্তের সংখ্যা ২০। আক্রান্ত ৪ মেডিক্যাল পড়ুয়া। কর্মী আবাসনের বাসিন্দা ১২ বছরের এক বালক একইসঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে বলে পরিবারের দাবি। এই পরিস্থিতিতে সোমবার হাসপাতালে আসেন পুুরসভার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। সংক্রমণ মোকাবিলায় দায় কার? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার। এখনও পর্যন্ত ২৬ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। 


আরও পড়ুন: TMC: রানিনগর নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা তৃণমূলের, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের