কলকাতা: বরাবই তিনি দাপুটে বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে তাঁর একাধিক কড়া পদক্ষেপ সাধারণ মানুষে মনে আগেই দাগ কেটেছিল। আজ আদালতের (Calcutta High Court) বাইরে সেই দোর্দণ্ডপ্রতাপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও এক মানবিক মুখ ধরা পড়ল। ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক কলেজ পড়ুয়াকে দেখতে সোজা হাসপাতালে পৌঁছে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhaya)। সেখান থেকে বেরিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। রুমাল দিয়ে মুছলেন চোখ।                                                                                   

  


গত ৭ সেপ্টেম্বর পরীক্ষা দিতে যাচ্ছিলেন হুগলির (Hooghly) কলেজছাত্রী সুনিতা বর্মা। পলতা স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের ধাক্কায় পড়ে যান তিনি। দুর্ঘটনায় পা কাটা যায় ভদ্রেশ্বরের বাসিন্দা সুনিতা বর্মার। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)। সেখানেই চিকিৎসাধীন তিনি। তাঁর দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর সংবাদ মাধ্যমে পড়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে দেখতে যান ওই কলেজ পড়ুয়াকে। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ বিচারপতি হাই কোর্ট থেকে সোজা চলে আসেন। ছাত্রীর সঙ্গে কথা বলার পর চিকিৎসক ও পরিবারের সঙ্গেও কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।


এদিন হাসপাতাল (RG Kar Medical College and Hospital) থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি বলেন, 'আমি ওকে দেখেছি, ভাল আছে। চিকিৎসা চলবে। ওর দুটো পা বাদ গেছে। কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা হবে। আর্টিফিশিয়াল পা লাগানোর জন্য কথা চলছে। ওর পাশে সকলে আছে। অর্থের অভাব হবে না'। এর পর বিচারপতি আরও বলেন, 'ওর মা একটা চাকরির কথা বলেছেন, এখনই হয়ত সম্ভব নয়। তবে হবে নিশ্চই। ওৎ উচ্চশিক্ষার ইচ্ছে রয়েছে। পড়াশোনা করুন। সবাই ওর পাশে রয়েছে। আমিও আছি।                                                        


আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকের প্রতিশ্রুতি রেখে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত ঘোষণা মমতার