সৌভিক মজুমদার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির (Panchayat Samity) স্থায়ী সমিতি গঠন নিয়ে কংগ্রেসের (Congress) করা মামলায় কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। বোর্ড গঠন প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কংগ্রেস ভাঙিয়েও রানিনগর নিয়ে হাইকোর্টে বড়সড় ধাক্কা তৃণমূলের (TMC)।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর, পরবর্তী শুনানি। যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। এর আগে আদালতে কংগ্রেস দাবি করে, বোর্ড গঠনে বাধা দিতে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আজই রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হওয়ার কথা।
রানিনগর পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনে পরতে পরতে নাটক, কোর্টের স্থগিতাদেশ। স্থায়ী সমিতি গঠন হলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর করা যাবে না, রানিনগর স্থায়ী সমিতির গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে নির্দেশ হাইকোর্টের। কংগ্রেস ভাঙিয়ে পঞ্চায়েত স্থায়ী সমিতি গঠনের চেষ্টা তৃণমূলের। পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের আগেই কংগ্রেসের ৩ সদস্য তৃণমূলে। বোর্ড গঠনে রুখতেই সভাপতি-সহ ৩৬জনকে গ্রেফতারের অভিযোগ কংগ্রেসের।
পুলিশের বিরুদ্ধে তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ার বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের। রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠনে হাইকোর্টের স্থগিতাদেশ। রানিনগরে পঞ্চায়েতে স্থায়ী সমিতি গঠন নিয়ে ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে ফের শুনানি।
আরও পড়ুন, অভিষেকের প্রতিশ্রুতি রেখে ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত ঘোষণা মমতার
কংগ্রেস কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার, রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রানিনগর। অশান্তিতে জড়িত অভিযোগে কংগ্রেস ও বাম নেতা কর্মী-সহ ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন কংগ্রেস পরিচালিত রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি। এরমধ্যে, কংগ্রেসে ভাঙন ধরিয়ে তাদের ৩ সদস্যকে নিজেদের দিকে টেনে নেয় তৃণমূল।
বিচারপতির নির্দেশ, যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না।