সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: আনন্দপুরে (Anandarup) বেপরোয়া বাইকের সঙ্গে পুলকারের সংঘর্ষ (Accident)। আনন্দপুর থানার (Anandapur Police Station) কাছে দুর্ঘটনা। গুরুতর আহত ৩ বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই বেপরোয়াভাবে মোটর বাইকটি গাড়ির সাইডে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, কারও মাথায় হেলমেট ছিল না। বাইকের পিছনে যিনি বসেছিলেন তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে পুলিশ সূত্রে খবর। পুলকারে সেই সময় ছাত্রছাত্রীরা থাকলেও, পড়ুয়াদের কোনও ক্ষতি হয়নি।  


 





বেপরোয়া বাইকের সঙ্গে পুলকারের সংঘর্ষ আনন্দপুরে:
বৃহস্পতিবার সাত সকালে আনন্দপুর থানা এলাকা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাইক  ও পুল কারের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, রাস্তা পারাপারের সময় বাইকটি সজোরে ধাক্কা মারে পুলকারে।  সংঘর্ষের জেরে ৩ বাইক আরোহী আহত হলেও, কোনও ক্ষতির মুখে পড়েনি পুলকারে থাকা ছাত্রছাত্রীরা। প্রবল গতিতে বাইক থাকার ফলে এবং তারপর সজোরে ধাক্কা মারার জেরে বাইকের পিছনে বসে থাকা ব্যক্তির মাথায় চোট লেগেছে। ইতিমধ্যেই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


আরও পড়ুন: South 24 Parganas: আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের জের, বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক ভারতীয় মৎস্যজীবীরা