মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ী। ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। ধৃত ব্যবসায়ীর নাম দিলীপ বার্নওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই কার্ডে চিকিৎস্যার জন্য সবোর্চ্চ ৫ লক্ষ টাকা পায় উপভোক্তারা। ইতিমধ্যেই প্রকল্পটির চাহিদা রয়েছে রাজ্যবাসীর। এর সুযোগকে কাজে লাগাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এমনই একটা ঘটনা সামনে এসেছে আন্ডালের উখরায় । ভুয়ো কার্ড বানানোর অভিযোগে পুলিশ উখরা থেকে গ্রেফতার করেছে এক মোবাইল দোকানের মালিককে। এর পরই ভুয়ো কার্ড চক্রের ঘটনা প্রাকাশ্যে আসে। দিলীপ বাবুর কাছে স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে প্রতারণার শিকার হন রিতা বার্নওয়াল নামে উখরার এক মহিলা ।
মহিলার স্বামী প্রদীপ বার্নওয়াল জানান, ''আমাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ছিলনা। খবর পাই দিলীপ বাবু স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করেন। তাঁর কাছে ২৬০০ টাকা দিয়ে আমরা কার্ড করাই। বিষয়টি সন্দেহ হওয়ায় কার্ডটি নিয়ে আমরা অন্ডাল বিডিওর কাছে গেলে জানতে পারি কার্ডটি ভুয়ো।' বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, ''ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তের নামে আমি আন্ডাল থানায় অভিযোগ করি।'
অভিযোগের ভিত্তিতে মঙ্গল বার সন্ধ্যায় উখরা থেকে পুলিশ গ্রেফতার করে ব্যবসায়ী দিলীপ বার্নওয়ালকে। এই বিষয়ে ব্লক (অন্ডাল) মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রতিমা মুখার্জী বলেন, ''মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছেন। ব্যক্তি স্বার্থে কিছু অসাধু ব্যক্তি ভুয়ো কার্ড বানিয়ে মানুষকে প্রতারণা করছে বলে খবর পেয়েছি। আমরা চাই যে বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক।'' বুধবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । পুলিশের পক্ষ থেকে অভিনযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। ঘটনাটি ঘিরে এলাকায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন: জেলা তৃণমূল সভাপতির সঙ্গে সাক্ষাৎ নাটাবাড়ির বিজেপি বিধায়কের, তুঙ্গে জল্পনা