মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: ৩১ ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রমের পরে ইসিএলের (ECL) কেন্দ্রা এরিয়ার বহুলা সি এল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খাদানের (abandoned mine) জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ যুবতীর মৃতদেহ।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা নাগাদ ইসিএলের কেন্দ্রা এরিয়ার বহুলা সি এল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হন উমা বাদ্যকর (২৫) নামে একজন যুবতী। রবিবার বিকেল পাঁচটা নাগাদ দীর্ঘ ৩১ ঘণ্টা পর উদ্ধার হল তাঁর মৃতদেহ। ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা ছিলেন। স্থানীয় এক যুবক তাঁকে জলে ডুবে যেতে দেখেন। তারপর এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে। 


খবর পাওয়ার পরেই পরিত্যক্ত ওই জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ যুবতীর বাড়ির লোকজন ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশও।‌ উদ্ধার কাজের জন্য আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল। স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামে সেই দলের ডুবুরিরা।


আরও পড়ুন: Cyclone Remal: বিপর্যয়ের আশঙ্কা, দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের আশ্রয় শিবিরে সরাল প্রশাসন


 নিখোঁজ যুবতীর স্বামী বাপ্পা বাদ্যকর জানান, সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে গেছিলেন উমা। পরে এলাকার একজন ফোন করে তাঁর জলে ডুবে যাওয়ার খবর জানান। গিয়ে দেখি জলাশয়ের পাড়ে স্ত্রীর চটি পড়ে রয়েছে। এক যুবক তাঁকে জলে ডুবে যেতে দেখেছেন বলে জানান বাপ্পা। 


দীর্ঘ ৩১ ঘণ্টা অক্লান্ত পরিশ্রমের ফলে অবশেষে রবিবার বেলা পাঁচটা নাগাদ ডুবুরির দল উদ্ধার করেন পরিত্যক্ত খাদানের জলাশয়ের ডুবে নিখোঁজ হওয়া ওই যুবতীর মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিজেই জলে পড়ে গিয়ে ওই যুবতীর মৃত্যু হয়েছে নাকি এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে অন্ডাল থানার পুলিশ। তবে এই মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা ময়নাতদন্তের পরেই পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। বিষয়টিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Remal Cyclone Updates: ঝোড়ো হাওয়ার দাপটে টালিগঞ্জে ভাঙল মেট্রোর শেড, বন্ধ মেট্রো পরিষেবা