মুর্শিদাবাদ: অবশেষে গ্রেফতার মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা হাইস্কুলে নিয়োগে দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) মূল অভিযুক্ত অনিমেশ তিওয়ারি। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। ভোট দিতে বাড়ি ফেরেন। খবর পেয়েই তাকে পাকড়াও করল সিআইডি।


নিয়োগে দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অনিমেষ তিওয়ারি: চলতি বছরের শুরুতেই, গোঠা এ রহমান হাইস্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেশ তিওয়ারির বিরুদ্ধে। তদন্তে নেমে গত ১৩ ফেব্রুয়ারি গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার হন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের কর্মী নিত্যগোপাল মাজি এবং অবসরপ্রাপ্ত কর্মী অঞ্জনা মজুমদারও। কিন্তু অনিমেশ এতদিন অধরা ছিলেন।


সুতির স্কুলে নিয়োগ দুর্নীতি: বাবা যে স্কুলের প্রধান শিক্ষক, সেই স্কুলে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। চলতি বছরই মুর্শিদাবাদের গোঠা এ রহমান হাইস্কুলের ঘটনায় CID-কে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানানো হয় DIG-CID'র নেতৃত্বে বিশেষ দল গঠন করে হবে তদন্ত। মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গোথা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক হলেন আশিস তিওয়ারি। একই স্কুলে ভূগোলের শিক্ষক ছিলেন তাঁর ছেলে, অনিমেষ তিওয়ারি। অভিযোগ উঠেছিল, অন্যের নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে স্কুলে চাকরি পেয়েছেন অনিমেষ। 


চলতি বছর জানুয়ারি মাসে এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয় আপাতত স্কুলে প্রবেশ করতে পারবেন না অনিমেষ। কোনও বেতনও পাবেন না তিনি। এই ঘটনায়, স্কুল পরিদর্শকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত। চলতি বছর মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, 'জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। একজন ভুয়ো শিক্ষক ২-৩ বছর ধরে চাকরি করছেন, বেতন পাচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকরা না জানলে কীভাবে তা সম্ভব?'. বর্তমান জেলা স্কুল পরিদর্শককে FIR দায়েরের নির্দেশও দিয়েছিল আদালত। এরপর একে একে গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি, জেলার প্রাক্তন ডিআই পূরবী দে বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের কর্মী নিত্যগোপাল মাজি এবং অবসরপ্রাপ্ত কর্মী অঞ্জনা মজুমদারকে গ্রেফতার করা হয়। এবার সিআইডির জালে ধরা পড়লেন অনিমেষ তিওয়ারি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Wooden Furniture: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন