কলকাতা: আনিসের (Anis Khan) মৃত্যুর রাতে আমতা থানায় বারবার ফোন করলেও আসেনি পুলিশ, দাবি আনিসের বাবার। পুলিশের সঙ্গে তাঁর কথা হয় বলে দাবি। সেই কথোপকথনের অডিও ভাইরাল (Viral Audio)। যদিও ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


আনিসের বাবা সালেম খানের দাবি, রাত ৩টে নাগাদ তিনি ফোন করেন পুলিশকে। কিন্তু পুলিশ জানায় তাদের কাছে পুলিশ যাওয়ার কোনো খবর নেই। ছেলের দেহ বাড়িতে পরে রয়েছে বলেও পুলিশ কে ফোনে জানান সালেম। তাঁর দাবি, “ পুলিশ অফিসার যিনি কথা বলছিলেন, আমার থেকে ফোন নম্বর নিয়ে বলেন এক ঘণ্টা পর জেনে ফোন করব। দুঘণ্টা পর আমি যখন আবার ফোন করি, কী হল? আমার ছেলে মরে গেল। থানার পুলিশ এসে মেরে দিয়ে গেল। আপানারা এখনও আসবেন না? তখন বলে, গাড়ি নেই। পরে সেই পুলিশ এল সকাল ৯টার সময়। মৃতদেহ তুলে নিয়ে সোজা চলে গেল মর্গে। অভিযোগ জানাতে জানাতেই গিয়ে দেখছি ময়নাতদন্ত হয়ে গেছে। তাঁর প্রশ্ন, তাহলে এই রিপোর্ট কি আমরা সঠিক পাব? থানার উপর ভরসা করব কী করে? তাই আমরা সিবিআই তদন্ত চাইছি।"


ভাইরাল অডিওতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, “১২টা নাগাদ বাড়িতে ওরা আসে। গ্রিলের দরজায় ধাক্কার শব্দ পাই, শুনতে পাই বলছে থানা থেকে আসছি আমরা। আমি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আনিস কানে হেডফোন দিয়ে মোবাইল দেখছিল তিনতলায়। গ্রিলের দরজা খুলতে একজন জানতে চায় আনিস কে হয়? বললাম ছেলে। তখন বলে, ওর নামে বাগনান থানায় একটা কেস আছে, ওকে জামিন নিয়ে বলুন। একজন আমার সঙ্গে কথা বলছিল, আর দুজন উপরে উঠে চলে গেল। তিনতলায় উঠে মাথায় কী দিয়ে আঘাত করেছে জানি না। উপর থেকে ফেলে দিয়েছে। মোবাইলটাও নিয়ে চলে গেছে।


ফোনের ওপারে দ্বিতীয় ব্যক্তি বলেন,  “এবিষয়ে কিছু বলতে পারছি না। আমাদের কাছে কোনও খবর নেই। আপনি অভিযোগ করলে বা আমাদের কাছে কোনও খবর এলে আমরা তদন্ত করে দেখব।‘’ এরপর প্রথম ব্যক্তি প্রশ্ন করেন, “তাহলে এখন কি করব?’’ দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন “আপনার ছেলে এখন কোথায় আছে?’’ পাল্টা ওই ব্যক্তি প্রশ্ন করেন, “কোন ছেলে?’’ উত্তর আসে, ‘’আনিস।‘’ প্রথম ব্যক্তি উত্তর দেন “আনিসকেই তো মেরে দিয়েছে। হাসপাতালে নিয়ে যেতে যেতে বাড়ি ফিরে এসেছি।‘’ 


আরেকটি অডিওতে শোনা যাচ্ছে প্রথম ব্যক্তি প্রশ্ন করছেন, “কী হল আপানারা কিছু বলছে না?’’ দ্বিতীয় ব্যক্তি বলেন, “আমাদের গাড়িকে বলেছি। দেখছি। গাড়ি এখন অন্যদিকে আছে। আমাদের কাছে কোনও খবর নেই। উনি কি মারা গেছেন?’’ পাল্টা দ্বিতীয় ব্যক্তি বলেন, “হাসপাতাল নিয়ে যেতে ফিরে এসেছি।’’ প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খানের দাবি, ভাইরাল হওয়া এই কন্ঠস্বর তাঁর।


আরও পড়ুন: Anis Khan Death: কোন পথে আনিস-মৃত্যুর তদন্ত? নিরপেক্ষ তদন্তের নির্দেশ রাজ্য পুলিশের ডিজি-র