মুম্বই: বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিন। তাঁদের বিয়ে ছিল স্বপ্নের মত। বিশেষ দিনে স্ত্রীয়ের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় আদুরে পোস্ট করলেন রাজকুমার রাও। পত্রলেখার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাগ করে তিনি লিখলেন, 'শুভ জন্মদিন পত্রলেখা, তোমায় ভালোবাসি।' মিষ্টি সেই ছবির উত্তরে কমেন্ট বক্সে পত্রলেখাও লিখলেন, 'তোমায় ভালোবাসি বেবি।'


ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও ও পত্রলেখা। তাঁদের দীর্ঘদিনের প্রেম পরিণতি পেয়েছিল সাত পাকের বন্ধনে। বিয়ের এক মাস পূর্তিতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন পত্রলেখা। বিয়ের দিনের মিষ্টি একটি ছবি পোস্ট করে পত্রলেখা বেথোভেনের একটি কোট উল্লেখ করে লেখেন, 'এভার দাইন, এভাব মাইন, এভার আওয়ার্স'। যার মর্মার্থ হল, 'যা কিছু তোমার, যা কিছু আমার, আজীবনের জন্য তা আমাদের।' সেই সঙ্গে উল্লেখ করেন, 'ইতিমধ্য়েই ১ মাস হয়ে গেল।'


পত্রলেখার পোস্টে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন একাধিক টিনসেল তারকা। শুভেচ্ছা জানান, রিচা চড্ডা, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, রোহিত বসু রায় প্রমুখ। অপরদিকে অন্য একটি সময়ের ছবি পোস্ট করে রাজকুমার লেখেন, 'আমার বন্ধু তুমি, আমার ভালবাসা তুমি, আমার মনও তুমি।' সেখানেও শুভেচ্ছা জানান হুমা কুরেশি, সিকন্দর খের, আয়ুষ্মান খুরানার মতো তারকারা।


আরও পড়ুন: গরমের ছুটিতে বড়পর্দায় মুক্তি পেতে পারে এনা-যশ জুটির ছবি 'চিনেবাদাম'


অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার রাও ও ভূমি পেডনেকরের ছবি 'বধাই হো'। ছবিটির কেন্দ্রে এক মধ্য-বয়সী দম্পতি। অভিনয়ে রাজকুমার ও ভূমি। যাঁরা উভয়েই সমকামী কিন্তু সমাজে সেই কথা প্রকাশ যাতে না পায় তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়েছেন। 


ছবিতে রাজকুমার রাও একজন পুলিশ অফিসার ও ভূমি পেডনেকর একজন পিটি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এরপর শার্দুল ঠাকুর (রাজকুমার) এবং সুমন সিংহের (ভূমি) মধ্যে যা ঘটে, তা হল গোপনীয়তা, ড্রামা এবং কমেডির ট্যুইস্ট। ভূমি পেডনেকর ((Bhumi Pednekar) ও রাজকুমার রাও ছাড়াও এই ছবিতে শিবা চড্ডা, লভলীন মিশ্র সহ একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">