কলকাতা: এক মাসের মধ্যে আনিস খানের মৃত্যুর তদন্ত (Anish Khan Death case) শেষ করার নির্দেশ হাইকোর্টের (High Court)। আনিস খানের মৃত্যুর তদন্ত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিটকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া তদন্তের সময়সীমা বাড়ানো হবে না। ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
কয়েকদিন আগে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করেছিল সিট। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি জানতে চেয়েছিলেন,. আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেছেন? এদিকে, নিহত আনিসের পরিবারের অভিযোগ করেছিলেন, তাঁরা এখনও আইনি নথি পাননি।
হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান রহস্যমৃত্যুর মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। আদালত প্রশ্ন করেছিল, আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেটা করেছেন কি? গত শুক্রবার আনিসের মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করে SIT ও উত্তর ২৪ পরগনার জেলা জজ। বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন করেন,এই মামলায় আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না? রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, আনিসের মৃত্যুর মামলায় SIT বেশ কিছু জবানবন্দি নিয়েছে। সাক্ষ্য গ্রহণও করা হয়েছে।তবে আরও জিজ্ঞাসাবাদ বাকি।ইতিমধ্যেই ২ বার করা ময়নাতদন্তের রিপোর্ট এসেছে।তবে ফরেন্সিক রিপোর্ট আসতে আরও ২ সপ্তাহ সময় লাগবে।
ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করেছে SIT।২৩ মার্চ অবধি জেল হেফাজতের নির্দেশ হয়েছে।আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীকেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়।বেশ কয়েকবার তাঁকে ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিট।
তবে আনিসের মৃত্যু কীভাবে হল? এখনও অবধি তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এই প্রেক্ষাপটেই আনিস মৃত্যু রহস্য নিয়ে বিরোধী কংগ্রেস ও বামদলগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। আনিসের বাবার সঙ্গে দেখা করার পর গত শুক্রবার সকাল থেকে সন্ধে অবধি অনশন কর্মসূচিতে বসছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।সবমিলিয়ে ছাত্রনেতার মৃত্যুকে ঘিরে রাজ্য-রাজনীতিতে তরজা অব্যাহত।