কলকাতা: অনেক সাপই (Snake) বিষধর। তাই সাপকে নিয়ে আতঙ্ক সবার মনেই থাকে। আবার অনেকেই রয়েছেন, যাঁরা সাপও পুষে থাকেন। যদিও বেশিরভাগ লোকজনই সাপের থেকে দূরে থাকতেই পছন্দ করেন। আশেপাশের জঙ্গল, পার্ক বা মাঠে প্রায়ই দেখা মেলে সাপের। আর সাপ দেখলে প্রায় সবার মনেই একটা ভয় কাজ করে। 


সাপও মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতেই পছন্দ করে। কারণ, মানুষ সাপের শিকার নয়। সাপ সাধারণত ইঁদুর(rats), ব্যাঙ ও পোকামাকড় শিকার করে থাকে। অর্থাৎ, ব্যাঙ ও ইঁদুরের সঙ্গে সাপের খাদ্য ও খাদকের সম্পর্ক। ব্যাঙ ও ইঁদুর সাপের খাদ্য। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে, যা দেখে লোকজনের চোখ কপালে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাপের পিঠে চড়ে বসেছে ব্যাঙ ও ইঁদুর(rats and frogs ride on snake back)। আসলে বিপর্যয়ে বোধহয় এমনই হয়। প্রাণ বাঁচাতে শত্রু-মিত্র সব একাকার হয়ে যায়। 



ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, প্রবল ঝড় ও বর্ষায় জল ভরা একটি কন্টেনারে আটকে পড়ে সাপ, ইঁদুর ও ব্যাঙ। সাপ সহজেই ইঁদুর ও ব্যাঙ শিকার করতেই পারত। কিন্তু চরম বিপদের সময় খাদ্য ও খাদকের সেই সম্পর্ক বদলে গিয়েছে। খাদকের পিঠেই প্রাণ বাঁচাতে সওয়ার হয়েছে ব্যাঙ ও ইঁদুর। জলে ভাসতে ভাসতে খাদ্যের চেয়ে প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় জরুরি হয়ে পড়েছে সাপের। তাই সাপের নজর নেই শিকারে। এমনই পরিস্থিতিতে সেই সাপের পিঠেই চড়ে বসেছে শিকার। 


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাপের পিঠে চড়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত ইঁদুর ও ব্যাঙ। এই ভিডিও শেয়ার করে জানানো হয়েছে,  এক ব্যক্তি পরে ওই সাপ, ব্যাঙ ও ইঁদুরকে উদ্ধার করেন। ফলে সেগুলি প্রাণে রক্ষা পাওয়া যায়। ইউজাররা এই ভিডিও দেখে তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং তা শেয়ার করছেন। ফলে ওই ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে গিয়েছে।