উলুবেড়িয়া : আমতাকাণ্ডে (Amta Murder) এবার গোপন জবানবন্দি নেওয়ার জন্য উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) আবেদন করল SIT। আগামী ৬ এপ্রিল ছাত্র নেতা আনিস খানের (Anish Khan) বাবার গোপন জবানবন্দি নেওয়া হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি আনিসের পরিবারকে জানিয়েছে SIT। আদালতের নির্দেশ নিয়ে এলে গোপন জবানবন্দি দিতে তিনি রাজি বলে জানিয়েছেন আনিসের বাবা। 


তবে ফের আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবি জানিয়েছে পরিবার। ছাত্রনেতা রোহিত ভেমুলার মতো সারা দেশ আনিস খানকেও মনে রাখবে। SIT-র তদন্তে সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল আমতায় আনিসের বাড়িতে গিয়ে অভিযোগ করেন CPIML-র সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।


আরও পড়ুন ; গোপন জবানবন্দি চেয়ে আনিসের বাড়িতে সিট, কী জানালেন সালেম খান?


দিনকয়েক আগেই আনিস খানের (anish khan death update) বাড়িতে যায় সিটের তদন্তকারী দল (SIT Investigation team)। চার সদস্যের সিটের একটি দল অনিস খানের বাড়িতে যায়। সালেম খান জানান, সিটের পক্ষ থেকে তাঁকে যত দ্রুত সম্ভব কোর্টে গোপন জবানবন্দি দেওয়ার জন্য বলা হয়েছে। সালেম খান ছাড়াও পরিবারের ৬জনের জবানবন্দি চেয়েছে সিট। যে প্রসঙ্গে মৃত ছাত্রনেতার বাবা জানান, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তাঁর উপস্থিতিতেই কোর্টে জবানবন্দি দেব। সিটের সদস্যদের এমনটাই জানিয়েছেন বলে দাবি আনিসের বাবার। একইসঙ্গে ফের সিবিআই তদন্তের দাবি জানায় আনিসের পরিবার। 


আনিস খানের বাবা সালেম খানের কথায়, 'সিট যেভাবে তদন্ত করছে তাতে তো কোনও আস্থাই নেই, নাহলে কি আর সিবিআই তদন্ত চাই!' ওইদিন সিটের তদন্তকারী দলের তাঁর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি জানান, 'সাড়ে চারটে নাগাদ সিটের তরফে এসে গোপন জবানবন্দি চাওয়া হয়। আইনজীবীর সঙ্গে কথা বলে তাঁর উপস্থিতিতে তেমনটা করব বলেই জানিয়েছি। আমার পাশাপাশি ছেলে, নাতনী সহ ৬ জনের গোপন জবানবন্দি চেয়েছেন ওঁরা।'