হাওড়া : আমতার ছাত্রনেতা আনিস খানের (anish khan death update) বাড়িতে ফের গেল সিটের তদন্তকারী দল (SIT Investigation team)। আজ বিকেল সাড়ে চারটে নাগাদ চার সদস্যের সিটের একটি দল অনিস খানের বাড়িতে যান। সালেম খান জানিয়েছেন সিটের পক্ষ থেকে তাঁকে যত দ্রুত সম্ভব কোর্টে গোপন জবানবন্দি দেওয়ার জন্য করা হয়েছে। সালেম খান ছাড়াও পরিবারের ৬জনের জবানবন্দি চেয়েছে সিট। যে প্রসঙ্গে মৃত ছাত্রনেতার বাবা জানিয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তাঁর উপস্থিতিতেই কোর্টে জবানবন্দি দেব। সিটের সদস্যদের এমনটাই জানিয়েছেন দাবি আনিসের বাবা। একইসঙ্গে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আনিসের পরিবার। 


আনিস খানের বাবা সালেম খানের কথায়, 'সিট যেভাবে তদন্ত করছে তাতে তো কোনও আস্থাই নেই, নাহলে কি আর সিবিআই তদন্ত চাই!' এদিন সিটের তদন্তকারী দলের তাঁর সঙ্গে দেখা করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'সাড়ে চারটে নাগাদ সিটের তরফে এসে গোপন জবানবন্দি চাওয়া হয়। আইনজীবীর সঙ্গে কথা বলে তাঁর উপস্থিতিতে তেমনটা করব বলেই জানিয়েছি। আমার পাশাপাশি ছেলে, নাতনী সহ ৬ জনের গোপন জবানবন্দি চেয়েছেন ওঁরা।'


বিস্ফোরক সালেম খান


ক'দিন আগেই বিস্ফোরক দাবি করেছিলেন সালেম খান। আনিস খানের বাবা বলেছিলেন, 'আমাকেও কেনার জন্য এসেছিল, আমি কেনার লোক নই, আমি মাথা বিক্রি করার লোক নই। আমাকেও দুটো চাকরি, পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য এসেছিল, আমি বলে দিয়েছি, ওনাদের কাছে মাথা বিক্রি করব না। টাকা বা চাকরির দরকার নেই। আমার সুবিচার চাই। ন্যায়বিচার চাই।' পাশাপাশি ছেলের মৃত্যুর ন্যায়বিচারের জন্য তিনি সিবিআই তদন্তই (CBI probe) চাইছেন বলে ফের একবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সালেম খান।


সিট তদন্তে আস্থা নেই আনিসের পরিবারের


আনিসের বাবা সালেম খানের বক্তব্য, “রামপুরহাটে সিবিআই দিয়ে দিল, আমার ছেলের ক্ষেত্রে হল না, আর ধৈর্য ধরতে পারছি না,  আদালতের নজরদারিতে সিবিআই চাই।” আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু কী ভাবে মৃত্যু হল আনিসের, তা এখনও স্পষ্ট নয়। তাই প্রশ্ন উঠছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত? তাদের কি চিহ্নিত করতে পেরেছে সিট? এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার বাদে আর কাউকে কেন ধরল না সিট?


আনিসের পরিবারের পাশে কংগ্রেসও


আনিসের পরিবারের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। আমতা থেকে ধর্মতলা অবধি ৩ দিনের পদযাত্রা শেষ হওয়ার পরে এই নিয়ে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। তিনি বলেন, “আমাদের দাবি সিবিআই করতে হবে। কোনও বিচারপতির পর্যবেক্ষণে সিবিআই হোক, দিল্লিতে এই আন্দোলন নিয়ে যাব।” এ নিয়ে শিলিগুড়ি থেকে রবিবারই বিরোধীদের নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আজ পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও বলছে সিবিআই চাই। আর কত নীচে নামবে? যারা সবসময় পাশে থাকে তাদের বিশ্বাস নেই? ঘটনা ঘটলে অ্যাকশন নিতে হবে, এটা করতে পারছি কিনা সেটা বলুন। যে সারাক্ষণ করছে তার কোনও মূল্য নেই?”


আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা