কলকাতা : কয়েকটা জায়গায় ব্যারিকেড দেখে থমকে দাঁড়াল মিছিল, কয়েক জায়গায় মুড়ে গেল অভিমুখ, তবে বেশিরভাগ জায়গাতেই দেখা গেল পুলিশের ব্যারিকেড ভাঙতে ভাঙতে এগোচ্ছে মিছিল। লাঠি-বিহীন পুলিশ কার্যত হাতজোড় করে আটকানোর কথা বললেও তাদের সমস্ত অনুরোধ-প্রতিরোধ প্রতিহত করে এগোতে থাকল মহামিছিল। একাধিক জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আর যাকে ঘিরে গোটা কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শিয়ালহ-মল্লিকবাজার-পার্ক সার্কাস-মৌলালি এলাকায় তৈরি হয় ব্যাপক যানজটও।


আনিস খানের মৃত্যুর সঠিক ন্যায়বিচার ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছে মিছিল। মল্লিকবাজারের দিকের রাস্তা ধরে নির্দিষ্ট সূচি অনুযায়ী মৌলালির পথে তা এগোতে শুরুও করে। মিছিলে পড়ুয়াদের পাশাপাশি পা মিলিয়েছেন সাধারণ মানুষও। সেখান থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ের সামনে দিয়ে মহাকরণের উদ্দেশে যাওয়ার কথা মহামিছিলের। কিন্তু মিছিলের মাঝপথেই বারবার নির্দিষ্ট সূচি ভেঙে বিভিন্ন রাস্তায় ঢুকে পড়তে শুরু করে।


রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখা শুরু করেন বিক্ষোভকারীরা। 'আনিসের নামে শপথ ভাই, দোষীদের শাস্তি চাই' ও 'জাস্টিস ফর আনিস' এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্রমাগত স্লোগান উঠছে পড়ুয়াদের মহামিছিল থেকে। যেহেতু পুলিশের পোশাকে আনিসকে খুনের অভিযোগ, তাই পড়ুয়াদের একটা অংশের রাগ পুলিশ প্রশাসনের দিকেও। এই অবস্থায় গোটা পরিস্থিতি ও মহামিছিল কীভাবে পুলিশ সামলায়, সেদিকেই তাকিয়ে সবমহল।


এদিকে, মঙ্গলবার সকালেই আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে ও হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  আনিসের বাড়িতে গেলে বিক্ষোভের মুখে পড়েন সিটের সদস্যরাও।


আরও পড়ুন- মিছিল রুখতে ডোরিনা ক্রসিংয়ের কাছে ত্রিস্তরীয় নিরাপত্তা, 'মহাকরণ যাবই' বার্তা দিয়ে এগোচ্ছে পড়ুয়ারা