কলকাতা : মিছিলের গন্তব্য মহাকরণ (Mahakaran)। কিন্তু পড়ুয়াদের মহামিছিল (Students Rally) যাতে ডোরিনা ক্রসিংয়ের (Dorina Crossing) বেশি যাতে পড়ুয়াদের মিছিল এগোতে না পারে সেই জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে। পুরসভা বিল্ডিংয়ের কাছে করা হয়েছে প্রথম নিরাপত্তা আস্তরণ। মাঝে একটি ও মহাকরণের একশো মিটার আগে ডোরিনা ক্রসিংয়ের কাছে পুলিশের তিন নম্বর নিরাপত্তা বেষ্ঠনী। মহিলা পুলিশ বিশাল সংখ্যায় পুলিশবাহিনী কলকাতায় রাস্তায় নিযুক্ত রয়েছেন যে কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যু (Anish Khan Death) ন্যায়বিচার ও দ্রুত দোষীদের চিন্তিত করে শাস্তির দাবিতে পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাকরণের উদ্দেশে পা বাড়িয়েছে পড়ুয়াদের মহামিছিল। প্রথমে ক্যাম্পাস থেকে বেরিয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্টে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে মানববন্ধন করেন পড়ুয়ারা। তারপর মল্লিকবাজারের দিকের রাস্তা ধরে নির্দিষ্ট সূচি অনুযায়ী মৌলালির পথে তা এগোচ্ছে। মিছিলে পড়ুয়াদের পাশাপাশি পা মিলিয়েছেন সাধারণ মানুষও। সেখান থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ের সামনে দিয়ে মহাকরণের উদ্দেশে যাওয়ার কথা মহামিছিলের।
কিন্তু যাতে পড়ুয়াদের মহামিছিল মহাকরণে না পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষে। পরিস্থিতি সামলাতে তৈরি রাখা হচ্ছে জলকামানও। কিন্তু পার্ক সার্কাসে যখন পড়ুয়ারা মানববন্ধব করেছিলেন, সেই সময় দেখা যায় কার্যত নিরস্ত্র অবস্থায় পড়ুয়াদের ক্ষোভ সামলাতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। অপ্রীতিকর অবস্থা এড়াতে সবরকম ব্যবস্থা থাকলেও পুলিশ সূত্রের খবর, পড়ুয়াদের বোঝানোর সবরকম চেষ্টা যাতে হয় তাই দেখা হবে। হয়তে ডোরিনা ক্রসিং থেকে মহামিছিলের একটি প্রতিনিধিদলকে মহাকরণে সংখ্যালঘু উন্নয়ন দফতরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হতে পারে।
'আনিসের নামে শপথ ভাই, দোষীদের শাস্তি চাই' ও 'জাস্টিস ফর আনিস' এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্রমাগত স্লোগান উঠছে পড়ুয়াদের মহামিছিল থেকে। যেহেতু পুলিশের পোশাকে আনিসকে খুনের অভিযোগ, তাই পড়ুয়াদের একটা অংশের রাগ পুলিশ প্রশাসনের দিকেও। এই অবস্থায় গোটা পরিস্থিতি ও মহামিছিল কীভাবে পুলিশ সামলায়, সেদিকেই তাকিয়ে সবমহল।
আরও পড়ুন- 'জাস্টিস ফর আনিস' দাবি তুলে মহাকরণের পথে পা বাড়াল পড়ুয়াদের মহামিছিল