কলকাতা : 'আনিসও ইনসাফ পাক, আমার ছেলেও ইনসাফ পাক...' একবুক শোক আগলে রেখে ঠিক এভাবেই সদ্য পুত্রহারা আনিস খানের বাবা সালেম খানকে ফোনের অন্যপ্রান্ত থেকে এমনটাই জানালেন রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান। সময় বদলায়,কিন্তু সন্তানহারা মা-বাবাদের তীব্র যন্ত্রণা, তাঁদের দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা চোয়াল চাপা শব্দগুলোর অর্থ কোনওদিনই বদলায় না। একজন সন্তানহারা মা, আরেকজন পুত্রহারা পিতা। দু’জনেই দিন গুণছেন সুবিচারের অপেক্ষায়। এবিপি আনন্দর মাধ্যমে আনিস খানের বাবার সঙ্গে কথা বললেন রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান।


ফোনে রিজওয়ানুর মা রয়েছেন জেনেই আনিসের বাবা তাঁকে প্রশ্ন করেন, 'বিচার কি পেয়েছিল আপনার ছেলে ?' যার উত্তরে রিজওয়ানুরের মা বলেন, 'কোর্টে ঘটনাটার বিচার চলছে। অনেকদিন ধরে লড়াই করছি, আপনারাও লড়াই করুন। একটু সবুর করুন ইনসাফ একদিন ঠিক মিলবে। কোর্টের ওপর ভরসা রাখুন, আমরাও রাখছি। চাইব আনিসও ইনসাফ পাক, আমার ছেলেও ইনসাফ পাক।' দুই সন্তানহারা অভিভাবকের কথোপকথনের মাঝে উভয়েই কাঠগড়ায় তোলেন পুলিশকে। পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন কিশওয়ার জাহান ও সালেম খান। যদিও সন্তান হারানোর সুবিচারের জন্য আদালতের ওপর ভরসা রাখার কথা জানিয়ে আনিসের বাবাকে সান্ত্বনা দেন রিজওয়ানুরের মা। 


পুলিশের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ তুলে আনিসের (Anish Khan Death Update) বাবা ছেলের মৃত্যুর ‘বিচার’ চাইছেন। উত্তাল হচ্ছে কলকাতার রাজপথ। আর ঠিক এভাবেই কলকাতার (Kolkata) রাজপথ উত্তাল হয়ে উঠেছিল, আজ থেকে ঠিক ১৫ বছর আগে। দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) মা।


আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের (Police) দিকে অভিযোগের আঙুল উঠছে রিজওয়ানুরের মৃত্যুর সময়ও পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ। এই মুহূর্তে আদালতে বিচারাধীন রিজওয়ানুর রহমানের মামলা। আর গোটা রাজ্য এখনও উত্তাল ছাত্রনেতা আনিস খুনের দোষীদের শাস্তি নিয়ে।



আরও পড়ুন- "যাঁকে চিনি তাঁকে গ্রেফতার করা হয়নি,'' জানালেন আনিসের বাবা