কলকাতা: 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার একটি বৈঠকে এমনটাই 'কথা' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাওড়া (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় রাজ্য (Westbengal)।
আরও পড়ুন: Mamata Banerjee: 'জোর করে জমি নেওয়া হচ্ছে না', দেউচা পাঁচামি নিয়ে কড়া বার্তা মমতার
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। তবে এ দিনই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।
এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'
আরও পড়ুন: International Mother Language Day 2022 : ' ভাষা-মোদের ভালবাসা ' ...ভাষা দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, আনিস খুনের তদন্তে মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে সিট। এ দিন পরিবারকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ' ঘটনায় যে-ই দোষী হোক, তদন্ত নিরপেক্ষভাবেই সম্পূর্ণ হবে। আমিও যদি দোষী হই, আমি আমাকেও ছেড়ে কথা বলব না। এসব ঘটনা পছন্দ করি না। এ বিষয়ে আনিসের পরিবারকে বলব আপনারা বিশ্বাস রাখুন।'
এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। 'পুলিশকে ফোন করেও তখন লাভ হয়নি'। চলে গিয়েছে জলজ্যান্ত ছেলেটা। পুলিশের কাছে বারবার নিরাপত্তা চেয়েও পাননি আনিস। অথচ তাঁর মৃত্যুর পর বাড়িতে বসেছে পুলিশি পাহারা। কেন এখনও অভিযুক্তরা ধরা পড়ল না? উত্তাল হয়েছে এলাকা। শত-শত মানুষ জড়ো হয়ে স্লোগান তুলছেন, পুলিশ তুমি উর্দি ছাড়ো। ছাত্রনেতা আনিসের বাড়ির সামনের চিত্রটা এখন এমনটাই।
২ দিন পার। আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এখনও ধোঁয়াশা। অধরা অভিযুক্তরা। এই পরিস্থিতিতে যখন ঘনাচ্ছে রাজনৈতিক তরজা, তখনই প্রয়াত ছাত্রনেতার পরিবারের সঙ্গে কথা বলতে চান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে নবান্ন-য় ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী পুলক রায় । সেদিন পুলিশে খবর দিয়েও সাড়া মেলেনি বলে হাহাকার করছিলেন মৃতের বাবা।সোমবার তাঁর বাড়িতেই গেল পুলিশ। পরিবারের লোকেদের বয়ান রেকর্ড করলেন ডিএসপি পদমর্যাদার অফিসার ও পুলিশ কর্মীরা। ঠিক কীভাবে আনিসকে ঠেলে ফেলা হয়, পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়।