কলকাতা: বিমানে বসে চা খেতে পকেটে ছ্যাঁকা লাগে। কারণ এক কাপ চায়ে চুমুক দিতে খসে অনেক টাকাই। সেখানে যদি ঘরে বানানো চা পাওয়া যায়, তা ওই উচ্চতায় স্বর্গতুল্য তো বটেই। কিন্তু প্রশ্ন জাগতে পারে, এমনটা কখনও হয় না কি!
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইন্ডিগোর বিমানেই ধরা পড়েছে ওই বেনজির দৃশ্য। এক যাত্রীকে দেখা গেল বিমানের মধ্যে সহযাত্রীদের চা পরিবেশন করতে। গোটা ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৩৬ হাজার ফুট উচ্চতায় বসে এই দৃশ্য অবশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রেন যাত্রার। ওই ভিডিওতে দেখা যায়, ইন্ডিগো বিমানের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় দু'জন ব্যক্তি ডিসপোজেবল কাপে চা পরিবেশন করছেন। ট্রেনে যেভাবে 'গরম চায়ে, গরম চায়ে' হেঁকে ডেকে চা পরিবেশন করা হয়, তেমনভাবেই হচ্ছে।
আরও পড়ুন, বিমান যাত্রীদের জন্য বিরাট সুখবর! কলকাতা এয়ারপোর্টে জলের দরে বিকোবে এই খাবার-পানীয়!
তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজার ছলে মন্তব্য করেছেন, আবার কেউ কড়া সমালোচনাও করেছেন। যাঁরা সমালোচনা করেছেন, তাঁদের বেশিরভাগেরই মন্তব্য, নিয়ম-কানুন সব গেল কোথায়? নিরাপত্তার মধ্যে দিয়ে এত পরিমাণ চা নিয়ে আসা কীভাবে সম্ভব?
দৃশ্যটিকে ভারতীয় ট্রেনের ঐতিহ্যবাহী বিক্রেতাদের সঙ্গে তুলনা করে একজন সোশাল ইউজার মজা করে বলেছেন, ‘শীঘ্রই চাটও বানানো হবে।' আরেকজন অবশ্য হতাশা প্রকাশ করে লিখেছেন, 'এ কারণেই বিদেশিরা ভারত সম্পর্কে খারাপ কথা বলছে। দয়া করে আচরণ ঠিক করুন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে