কলকাতা: পশ্চিমবঙ্গের জন্য আরও একটি খসড়া তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। মঙ্গলবার সকালে প্রথমে অনুপস্থিত, স্থানান্তরিত এবং মৃত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিছু ক্ষণের মধ্য়ে আরও একটি খসড়া তালিকা প্রকাশিত হয়, যাতে বাকিদের নাম রয়েছে। অর্থাৎ যাঁরা শুনানির জন্য ডাক পাবেন। (SIR Draft List West Bengal)

Continues below advertisement

মঙ্গলবার সকালে প্রথম যে খসড়া তালিকা প্রকাশিত হয়, তাতে ASD অর্থাৎ Absent, Shift এবং Death সংক্রান্ত তথ্য ছিল। অর্থাৎ ১) প্রতি বুথে কতজনকে খুঁজে পাননি BLO-রা ফর্ম বিলি করতে গিয়ে। ২) প্রতি বুথে কত জন মানুষ অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। ৩) প্রতি বুথে কত জন ভোটার মারা গিয়েছেন। (West Bengal Voter Draft List)

ওই খসড়া তালিকাকে বাদের তালিকা বলা যেতে পারে। ওই তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আধার কার্ড বা অন্য নথি নিয়ে যোগাযোগ করা যাবে। তবে এই ASD ছাড়াও, বুথের অন্য ভোটারদের নিয়ে একটি তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন। অর্থাৎ যাঁদের শুনানির জন্য ডাকা হবে।

Continues below advertisement

কমিশনের যে ওয়েবসাইটে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেই আর একটি খসড়া তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা ধরেই আজ দুপুর থেকে BLO-রা প্রতি বুথে বসবেন। কারা শুনানিতে ডাক পাবেন, সেই তালিকাও তিন ভাগে ভাগ করা হয়েছে, ১) প্রোজেনি ম্যাপিং অর্থাৎ কারও আত্মীয়-পরিজন, বাবার নাম ধরে হওয়া ম্যাপিং, ২) এমন ভোটার যাঁরা নাম ২০০২ সালেও ছিল, অর্থাৎ সেলফ ম্যাপিং, এবং ৩) এখন ভোটার হলেও, কোনও ম্যাপিং করাতে পারেননি। ২০০২ সালে আত্মীয়-পরিজনের সঙ্গে সংযোগ খুঁজে পাওয়া যায়নি তাঁদের, অর্থাৎ নো ম্যাপিং। 

কমিশন সূত্রে খবর, প্রোজেনি ম্যাপিং এবং সেলফ ম্যাপিংয়ের ক্ষেত্রে শুনানিতে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। তবে নো ম্যাপিং যাঁদের, অর্থাৎ শেষ SIR-এর সঙ্গে সাযুজ্যপূর্ণ কিছু জমা দিতে পারেননি তাঁরা, তবে এখন ভোটার তালিকায় নাম রয়েছে। এঁদেরই ডাকবে কমিশন। জন্মের শংসাপত্র, স্কুলের শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা পাসপোর্ট নিয়ে শুনানিতে যেতে হবে তাঁদের।

SIR-এর পর যে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে ৫৮ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। ফলে 

খসড়ায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে, তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের ২০২৫ সালের সিরিয়াল নম্বর বদলে গিয়েছে ২০২৬ সালের খসড়া তালিকায়। ECINET অ্যাপে EPIC NO দিয়ে দেখতে পারবেন আপনার নাম আছে কি না। ECINET অ্যাপে সার্চ 'ইওর নেমে' ক্লিক করতে হবে। এর পরই ভোটারের নাম, ভোটারের বয়স, কেন্দ্র চলে আসবে। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলবে তালিকা। প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত, তাঁদের তালিকা প্রকাশিত হয়েছে। 

বাদের তালিকা প্রকাশের পর কারও কোনও অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে BLO-রা থাকবেন নিজস্ব বুথে।