কলকাতা: কেটে গিয়েছে ৯৫৫টা দিন। এখনও মেলেনি নিজেদের হকের চাকরি। ধর্মতলায় গাঁধী মূর্তি পাদদেশে অবস্থানে ২০১৬-র এসএলএসটির চাকরিপ্রার্থীরা। এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। মিষ্টি খাইয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিজয়া-দশমীর শুভেচ্ছা বিনিময় কংগ্রেস নেতার। 

  


অবস্থানে এসএলএসটির চাকরিপ্রার্থীরা: যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। একটা উৎসব পেরিয়ে এসেছে আরেকটা উৎসব। অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা আশাবাদী। সরকার এক সময় এগিয়ে এসেছিল চাকরি দেওয়ার জন্য। আশা করছি এই বছরের মধ্য চাকরি হবে। এবছর চাকরি না পেলে আন্দোলনের রূপরেখা পরিবর্তন হবে। আরেক চাকরিপ্রার্থী বলেন, "উৎসব বলে কিছু নেই আমাদের। স্বামী, সন্তান ফেলে বসে আছি এখানে। দুর্নীতির কারণে সরকার, কমিশন চাকরিপ্রার্থীদের রাস্তায় বসিয়ে দিয়েছে।''


চলতি বছর জানুয়ারি মাসে দিদিকে বলো কর্মসূচি পালন করেছেন তাঁরা। চাকরিপ্রার্থীরা জানিয়েছিলেন,  চিঠি তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবেন। নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত হয়, সে সম্পর্কে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেছিলেন চিঠিতে আমরা জানিয়েছি, "আমরা ২০১৬ সালের SLST-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থী। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে সংক্রান্ত নানা অসংগতির কারণে আমরা বঞ্চিত।'' 


অন্যদিকে, গতবছরের মতো, এবারও তাঁদের পুজো কেটেছে রাজপথে। আনন্দহীন,পরিবারহীনভাবে। ৪২৮ দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে রয়েছেন গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এরইমধ্য়ে, গতকাল দশমীর দিন মহিষাসুরমর্দিনী রূপে অভিনব প্রতিবাদ। দুর্নীতি-রূপী অসুর বধ, অসুরের গায়ে লেখা ছিল মুর্খাসুর। এর আগেও বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। গতকাল নাটক মঞ্চস্থ করেছেন আন্দোলনকারীরা। যেখানে অসুরকে বধ করা হচ্ছে। সেখানে দুর্নীতির বিষয় তুলে ধরা হচ্ছে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের অসুর রূপে দেখানো হয়েছে।                             


আরও পড়ুন: TMC: 'বিরোধীদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি' ৩ নতুন বিলের বিরোধিতায় সরব তৃণমূল-সহ ইন্ডিয়া জোট